রাহুল রাজ: [২] বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখার অংশ হিসেবে ৩১ মার্চ বুধবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গীপাড়ায় তার সমাধিস্থলে প্রজ্জলন করবেন বিওএ’র সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
[৩] মশাল প্রজ্জলন করে তা তুলে দিবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিবের হাতে, যার নেতৃত্বে বর্ণাঢ্য মোটর র্যালীর মাধ্যমে মশালটি ঢাকা বিওএ ভবনে আনা হবে। সংযুক্ত থাকবেন সাবেক জাতীয় কৃতি ক্রীড়াবিদগণ, যারা দেশের জন্য বয়ে এনেছেন গৌরব গাঁথা।
[৪] বিওএ ভবনে আসার পর মশালটি গ্রহন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্জলন করবেন গলফার সিদ্দিকুর রহমান এবং সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
[৫] উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে ক্রীড়াবিদদের পক্ষ হতে শপথ বাক্য পাঠ করবেন টোকিও অলিম্পিক গেমসে সরসারি যোগ্যতা অর্জনকারী আর্চার মো: রোমান সানা। বিচারকদের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করবেন জুডোর আন্তর্জাতিক রেফারী কামরুনাহার হীরু।
[৬] বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠছে আগামী বৃহস্পতিবার। প্রায় ১৩’শ পদকের লড়াইয়ে অংশ নেবে পাঁচ হাজারের অধিক অ্যাথলেট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
[৭] নানা শঙ্কা ও জটিলতা কাটিয়ে শেষমেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। দেশের আট বিভাগের ৯ ভেন্যুর পাশাপাশি প্রস্তুত গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
[৮] ২৯ ডিসিপ্লিনে ৩৭৮ ইভেন্টে লড়বেন প্রায় সাড়ে পাঁচ হাজার অ্যাথলেট। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এই আসর রাঙাতে থাকছে নানা চমক। গেমসের আমেজ সারা দেশে ছড়িয়ে দিতে ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন জেলা।
[৯] ২০ কোটি টাকা বাজেটের এই আসরের সফল আয়োজনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা সংকট। তবে এই ক্রীড়াযজ্ঞে অ্যাথলেটদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে আয়োজক বিওএ।