শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমল সোনার দাম! ◈ জুলাই সনদ নিয়ে মুখোমুখি সরকার-বিএনপি ◈ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানালেন শিক্ষা উপদেষ্টা ◈ রেকর্ড বৃদ্ধির পর দুবাইয়ের স্বর্ণবাজারে দামের পতন, দেশে ভরি কত? ◈ ফেসবুক সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে, কিন্তু কেন? ◈ ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির ◈ ইসির যুক্ত করা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে যা জানাল এনসিপি ◈ কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ডাবিং করা সিরিয়ালের প্রতিক্রিয়া কি হেফাজতের আন্দোলনে?

শওগাত আলী সাগর: নাটক, সিনেমা তথা সংস্কৃতি কি মানুষের জীবনকে প্রভাবিত করার সক্ষমতা হারিয়ে ফেলেছে? মনে হয় না! বাংলাদেশে হেফাজতের আন্দোলন এবং তাণ্ডবে ছোটো বড় অনেকেই যে ‘ঢাল- তলোয়ার’ বানিয়ে সেগুলো নিয়ে রাস্তায় নেমে এসেছে, সেটি কি সংস্কৃতির প্রভাব নয়! এই যে উন্মুক্ত তলোয়ার (হোক না সেটি কাঠের) হাতে ঘোড়ায় চড়ে রাস্তায় নেমে আসার ধারনা- সেটি কি কোনো কোনো টিভি সিরিয়ালের প্রতিক্রিয়া নয়!

আমরা জানি ঢাকার কোনো কোনো টেলিভিশনের বিশেষ ধরনের কতগুলো সিরিয়াল বেশ জনপ্রিয়। তার মধ্যে ভারতীয় ‘জি বাংলা’ টাইপের চ্যানেলগুলো নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয়েছে। কিন্তু আমদানি করা, ডাবিং করা অনেক সিরিয়ালে ঢাকার টেলিভিশনে প্রচারিত হয়/হয়েছে, যেগুলো অনেক মানুষই গোগ্রাসে গিলেছে। সেই সব সিরিজের এক ধরনের প্রতিক্রিয়া কি হেফাজতের আন্দোলনে দেখা গেলো!

গত দুদিনে অনেকে সরকারের সমালোচনা করেছেন, বলেছেন, সরকার ‘দুধ কলা দিয়ে সাপ পুষেছে’। এটা সত্য, সরকার এদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, আর্থিক সুযোগ সুবিধা দিয়েছে। ৭৫-এর পরের দুই দশকে মানুষের মনে, চিন্তায় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার যে ‘ব্রিডিং ফিল্ড’ তৈরি হয়ে আছে, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা ‘ব্রিডিং’-এ সহায়ক হয়েছে। কিন্তু সাংস্কৃতিক ভাবে আমরা কি কিছু করতে পেরেছি।

এই যে দেশে এত এত মিডিয়া, এত এত প্রগতিবাদ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক (আসলে শেখ হাসিনার সৈনিক) আমরা কি তেমন একটা সাংস্কৃতিক আবেদন তৈরি করতে পেরেছি, যে আবেদনেরে ফলে মানুষের মননে, চিন্তায় ভিন্ন চিন্তার উন্মেষ ঘটতে পারে!

অন্যের প্রতি আঙুল তোলার আগে আমরা যেন নিজেদের ভূমিকাটার দিকেও একটু নজর দেই।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়