শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হবে ২ এপ্রিলে

মনিরুল ইসলাম : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দীপ্ত টিভিতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কৃষিবিষয়ক অ্যাওয়ার্ড ।‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে মোট ১০টি বিভাগে এক লাখ টাকা করে সম্মাননা ও অন্যান্য পুরস্কার দেয়া হবে বিজয়ীদের।

[৩] জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে আগামী ২ এপ্রিল। অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী ।আসরটি কৃষিভিত্তিক হলেও এতে থাকছে গণমাধ্যম ও সিনে তারকাদের সম্মিলন। চিত্র নায়ক ফেরদৌস সঞ্চালনা করবেন সাথে থাকবেন চিত্র নায়িকা পূর্ণিমা। যারা সিনেমার বাইরেও জুটি বেঁধে দারুণ সফলতা পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ড মঞ্চে সঞ্চালনা করে। তবে কৃষকদের সম্মাননা জানানোর এমন মঞ্চে এবারই প্রথম সঞ্চালনা তাদের বললেন ফেরদৌস।

[৪] ২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে প্রচার হয়ে আসছে কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। টানা ৫ বছর ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রার নিয়ামক হিসেবে কাজ করছে এই অনুষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’।

[৫] জানা গেছে, ফেরদৌস-পূর্ণিমার প্রাণবন্ত সঞ্চালনায় এই অ্যাওয়ার্ড আসরে পদক প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, টিভিনায়িকা মেহজাবীন, নৃত্যশিল্পী নাদিয়া ও চাঁদনী প্রমুখ। এছাড়াও গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়