শিরোনাম
◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হবে ২ এপ্রিলে

মনিরুল ইসলাম : [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দীপ্ত টিভিতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কৃষিবিষয়ক অ্যাওয়ার্ড ।‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে মোট ১০টি বিভাগে এক লাখ টাকা করে সম্মাননা ও অন্যান্য পুরস্কার দেয়া হবে বিজয়ীদের।

[৩] জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে আগামী ২ এপ্রিল। অনুষ্ঠানটি দীপ্ত টিভিতে বিকাল ৪টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী ।আসরটি কৃষিভিত্তিক হলেও এতে থাকছে গণমাধ্যম ও সিনে তারকাদের সম্মিলন। চিত্র নায়ক ফেরদৌস সঞ্চালনা করবেন সাথে থাকবেন চিত্র নায়িকা পূর্ণিমা। যারা সিনেমার বাইরেও জুটি বেঁধে দারুণ সফলতা পেয়েছেন বিভিন্ন অ্যাওয়ার্ড মঞ্চে সঞ্চালনা করে। তবে কৃষকদের সম্মাননা জানানোর এমন মঞ্চে এবারই প্রথম সঞ্চালনা তাদের বললেন ফেরদৌস।

[৪] ২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে প্রচার হয়ে আসছে কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। টানা ৫ বছর ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রার নিয়ামক হিসেবে কাজ করছে এই অনুষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২০’।

[৫] জানা গেছে, ফেরদৌস-পূর্ণিমার প্রাণবন্ত সঞ্চালনায় এই অ্যাওয়ার্ড আসরে পদক প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, টিভিনায়িকা মেহজাবীন, নৃত্যশিল্পী নাদিয়া ও চাঁদনী প্রমুখ। এছাড়াও গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়