মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় দিনে-দুপুরে এলিম সরকার (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে নিজ ঘরে ডুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ির এলাকার হাজী মোঃ ফজল হক সরকারের বাড়িতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
[৩] স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী পাশের বাড়ির চার তলায় নির্মান কাজ দেখতে যায়। এর ভেতর কোনো এক সময় ওই বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্ত্রী বাসায় এসে দেখে এলিম বিছানায় উপর ওপর হয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
[৪] থানা পুলিশ জানায়, উপজেলার আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া উত্তরপাড়া এলাকার ফজল হক সরকারের ছেলে ইলিম সরকার দীর্ঘ দিন ধরে নিজ এলাকায় ডিস ব্যবসা করে আসছিলেন। রবিবার সকালে তিনি নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃওরা ঘরে ঢুকে তাকে এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় দুর্বৃওরা ওই বাড়ির সিসিটিভির হার্ডডিক্সও চুরি করে নিয়ে গেছে।
[৫] বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
[৬] নিহতের বাবা হাজী মোঃ ফজল হক জানান, আমাকে সকাল ১০টার দিকে বাড়ি থেকে ফোন দেয় যে এলিমের অবস্থা খারাপ। কিন্তু বাড়িতে এসে দেখি এলিমের গায়ে-পেটে বড় ক্ষত। বছর খানেক আগে আমার ছেলের সাথে ডিসের ব্যবসা নিয়ে পাশের গ্রামে এক ব্যক্তির মারামারি হয়। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।
[৭] আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলায় ও পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো এক সময় দুর্তৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে কৌশলে পালিয়ে যায়। তবে কি কারনে তাকে হত্যা করেছে বিষয়টি জানাতে পারেনি পুলিশ। এছাড়া ঘটনাটির অধিকতর তদন্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী