মিনহাজুল আবেদীন: [২] করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালগুলোতে কোভিড রোগীর চাপ বাড়ছে। এ প্রকোপ ঠেকাতে বেশ কিছু হাসপাতালে সতর্কতামূলক স্বাস্থ্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। যমুনা টিভি
[৩] কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, ইতোমধ্যে সব কিছুতে অভিজ্ঞতা অজর্ন করেছি। সব বিষয়গুলো একটি পরিকল্পনার মধ্যে রয়েছে। স্বাস্থ্য সেবার জিনিসপত্র তদারকিতে রয়েছে। আশা করছি, জনগণকে আর কোনও ঝামেলায় পড়তে হবে না।
[৪] ক্ষুদ্র ব্যবসায়ীরা জানায়, রাজধানীর বাবু বাজার থেকে স্বাস্থ্যবিধি মেনে পাইকারি জিনিসপত্র কেনা হয়। আগের থেকে সব কিছুর দাম বেড়েছে। ১৪ টাকার জিনিস ২০ টাকা দিয়ে কিনতে হয়।
[৫] ফার্মেসি ব্যবসায়ীরা জানায়, সুরক্ষা সেবার জিনিসপত্রের বিক্রি বেড়েছে। কিন্তু আগের মতো একসঙ্গে মালামাল বিক্রি হয় না।
[৬] নগরবাসীরা জানান, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা। স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধুতে হবে। সম্পাদনা : রাশিদ