শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে মোদীবিরোধী বিক্ষোভ থেকে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক

আশরাফ চৌধুরী: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ১৫টি মোটর সাইকেলও জব্দ করা হয়।

[৩] শনিবার দুপুরে সিলেট নগরীর নয়াসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।

[৪] জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোদীবিরোধী কর্মসূচিতে সহিংসতায় প্রাণহানীর ঘটনার প্রতিবাদে নয়াসড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

[৫] এসময় পুলিশ তাদের বাঁধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ১৪ জনকে আটক করে। এসময় জামায়াত-শিবির নেতাকর্মীদের ফেলে যাওয়া ১৫টি মোটর সাইকেল জব্দ করা হয়।

[৬] অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বিক্ষোভকারীরা নাশকতারও পরিকল্পনা করেছিল। নাশকতার জন্য তাদের জড়ো করা বেশ কিছু জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। এসময় কয়েকজনকে আটক করা হয়।

[৭] আটককৃতরা হলেন, সিলেট নগরর উপশহর ই ব্লকের ৬নং রোডের বাসিন্দা জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের ফখর উদ্দিনের ছেলে জুয়েল আহমদ (২০), নগরীর সুরমা টাওয়ারের বাসিন্দা সুনামগঞ্জ জেলার ছাতক সেওতরছড় গ্রামের মৃত আমীর আলীর ছেলে জুনেদ আহমদ (২২), সিলেট নগরীর বাদামবাগিচার ৩৮/৪ নম্বর বাসার মৃত আবু উবায়দার ছেলে মো. মিজানুর রহমান মুন্না (২১), নিপবন আবাসিক এলাকার বাসিন্দা সিলেটের কানাইঘাট উপজেলার ভাল্লুকখাড়ার শিবাহ উদ্দিনের ছেলে মো. খায়রুল হাসান (২৪), জালালাবাদ থানার উমাইরগাঁও’র আবদুল মান্নানের ছেলে মো. মাজহারুল ইসলাম (২০), নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই’র মাহমুদ আলীর ছেলে মো. তোফায়েল আহমদ (২১), নগরীর ইসলামপুরের বাসিন্দা মৌলভীবাজার বড়লেখা সদরের আতিকুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (২০), নেত্রকানা জেলার খালিয়াজুড়ি থানার বল্লি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো. আলী মর্তুজা (২৩), সিলেটের দক্ষিণ সুরমা হবিনন্দির মৃত মিছবা উদ্দিনের ছেলে মো. নাজিম উদ্দিন রেজা (২৫), দক্ষিণ সুরমার খালপাড়ের ময়না মিয়ার ছেলে মো. মাহবুবুর রহমান (২১), ফেনী জেলা সদরের উত্তর ফাজিলপুরের আবুল কালামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৩), সিলেট নগরীর মিতালি টিভি গেইটের মৃত আবদুল করিমের ছেলে মো. তাহের আহমদ (২২), উপশহর এ ব্লকের ৪১ নম্বর বাসার মো. শামসুল ইসলামের ছেলে মো. মোজাহিদুল ইসলাম, শাহপরাণ থানার মুক্তিরচরের ইরফান আলীর ছেলে মো. সাইদুর ইসলাম (২২)। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়