শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল খেলতে ভারতে উড়াল দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে আইপিএল খেলতে ভারত গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল ভারত যাবার কথা থাকলেও আজ হঠাৎই সকালে দেশ ছাড়েন তিনি।

[৩] শনিবার ২৭ মার্চ সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব, সেখানে ১ সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন তিনি।

[৪] সাকিব আল হাসানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেটে রীতিমতো তুলকালাম বেধে যায়। আইপিএল খেলার জন্য আগেই সাকিবকে অনাপত্তি পত্র বা এনওসি দিয়েছিল বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, সাকিবের এনওসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি। ক্রিকেট বোর্ড অবশ্য সে পথে হাঁটেনি। এনওসি নিয়েই চতুর্দশ আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব।

[৫] এবারের আইপিএল হবে পাঁচ ভেন্যুতে। কলকাতায় কোন ম্যাচ হবে না। কেকেআর ঘাঁটি গেড়েছে চতুর্দশ আইপিএলের অন্যতম ভেন্যু মুম্বইয়ে। সেখানে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকবেন সাকিব। এরপর নামবেন অনুশীলনে।

[৬] নিষেধাজ্ঞার কারণে ২০১৯ ও ২০২০ আইপিএল খেলা হয়নি সাকিবের। গত ফেব্রুয়ারিতে নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। কলকাতার হয়ে ২০১১ সালে প্রথমবার আইপিএলে খেলেন সাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে জেতেন আইপিএল শিরোপা।

[৭] ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলেছেন সাকিব। আইপিএলের ৯ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৬ ম্যাচ। দুই ফিফটিতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ৬৬ রানের। ৭.৪৬ ইকোনমিতে সাকিবের শিকার ৫৯ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।

[৮] ৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে ১৪ তম আইপিএল, সাকিবের কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা শুরু হবে ১১ এপ্রিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। - স্পোর্টসজোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়