শিরোনাম
◈ ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ◈ ভারতে ফের সীমান্ত হত্যাকান্ড: মেঘালয়ে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত ◈ নির্বাচন নিয়ে কৌশলী বিএনপি, তারেক রহমান দেশে আসার পর জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা ◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল খেলতে ভারতে উড়াল দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: [২] সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে আইপিএল খেলতে ভারত গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামীকাল ভারত যাবার কথা থাকলেও আজ হঠাৎই সকালে দেশ ছাড়েন তিনি।

[৩] শনিবার ২৭ মার্চ সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব, সেখানে ১ সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবেন তিনি।

[৪] সাকিব আল হাসানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেটে রীতিমতো তুলকালাম বেধে যায়। আইপিএল খেলার জন্য আগেই সাকিবকে অনাপত্তি পত্র বা এনওসি দিয়েছিল বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, সাকিবের এনওসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি। ক্রিকেট বোর্ড অবশ্য সে পথে হাঁটেনি। এনওসি নিয়েই চতুর্দশ আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব।

[৫] এবারের আইপিএল হবে পাঁচ ভেন্যুতে। কলকাতায় কোন ম্যাচ হবে না। কেকেআর ঘাঁটি গেড়েছে চতুর্দশ আইপিএলের অন্যতম ভেন্যু মুম্বইয়ে। সেখানে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টিনে থাকবেন সাকিব। এরপর নামবেন অনুশীলনে।

[৬] নিষেধাজ্ঞার কারণে ২০১৯ ও ২০২০ আইপিএল খেলা হয়নি সাকিবের। গত ফেব্রুয়ারিতে নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। কলকাতার হয়ে ২০১১ সালে প্রথমবার আইপিএলে খেলেন সাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে জেতেন আইপিএল শিরোপা।

[৭] ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলেছেন সাকিব। আইপিএলের ৯ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৬ ম্যাচ। দুই ফিফটিতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ৬৬ রানের। ৭.৪৬ ইকোনমিতে সাকিবের শিকার ৫৯ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।

[৮] ৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে ১৪ তম আইপিএল, সাকিবের কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা শুরু হবে ১১ এপ্রিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ। - স্পোর্টসজোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়