প্রণব কুমার: [২] সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ৩০ কেজি গাঁজা এবং একটি ট্রাক জব্দ করেছে র্যাব-১২।
[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া টু ঢাকা গামী হাইওয়ে রোডে চেকপোস্ট স্থাপন ট্রাকসক গাজা উদ্ধার করেন।
[৪] এসময় ট্রাক থেকে দুজন পালিয়ে যায়। পালাতক আসামি নাসিম বিশ্বাস (৩৫), হৃদয় ট্রাক হেলপার।
[৫] পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়েরসহ উদ্ধারকৃত আলামত উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
[৬] অভিযান পরিচালনা করেঅত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে অফিযানটি পরিচালনা করেন।।
[৭] এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর ।সম্পপাদনা: অনন্যা আফরিন