শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিলেন ব্যাটিং কোচ জন লুইস

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের চোখ এখন শেষ ম্যাচটি জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করা।

[৩] তবে শেষ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস। আর সেক্ষেত্র নতুন বলে যদি ব্যাটসম্যানদের উইকেট না হারিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। অর্থাৎ প্রথম ১০ ওভারে উইকেট হারানো চলবে না টাইগারদের।

[৪] প্রথম ম্যাচে যাচ্ছে-তাই ব্যাটিং করলেও দ্বিতীয় ম্যাচে উন্নতির দেখা পায় বাংলাদেশি ব্যাটসসম্যানরা। ডানেডিনে ১৩১ রানে অলআউট হওয়ার লজ্জা ভুলে ক্রাইস্টচার্চে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের ফিফটিতে ৬ উইকেটে ২৭১ রান করে টাইগাররা। তবে ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের কারণে দ্বিতীয় ম্যাচে হেরে যায় তারা। যা ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের ১৫তম হার।

[৫] তবে লুইস অতীত ভুলে হোয়াইটওয়াশ এড়ানোর দিকে দৃষ্টিপাত করছেন এখন। তার বিশ্বাস, শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে টাইগাররা। যদি তারা নতুন বল সামাল দিতে পারে।

[৬] বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় জন লুইস বলেন, যদি আমরা প্রথম ব্যাট করি, আমাদেরকে নতুন বলে সাবধান থাকতে হবে। তাদের ট্রেন্ট বোল্টের মতো পেসার আছে এবং সাউদিও দলে ফিরতে পারেন। তারা মানসম্পন্ন পারফর্মার। আমাদেরকে নিশ্চিত করতে হবে, তারা যাতে শুরুতে কোনো আঘাত হানতে না পারে। যদি আমরা বড় স্কোর তাড়া করি, আমাদেরকে পাওয়ার প্লের সুযোগ নিতে হবে। কিছু ঝুঁকি নিতে হবে। কিছু শট খেলতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়