শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবিকে নিয়ে সমালোচনা করায় মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে মুখ খুললেন রুবেলও

স্পোর্টস ডেস্ক : [২] জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে দীর্ঘদিন ধরে আক্রান্ত। তার চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে লাখ লাখ টাকা। দীর্ঘ সময় ধরে খেলছেন না ক্রিকেট। অথচ তাদের আয়ের একমাত্র মাধ্যমই ক্রিকেট।

[৩] রুবেলের অসুস্থ হবার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সামান্য অর্থ অনুদান দেয়া হলেও গণমাধ্যমে বিসিবি কর্তারা বিরক্তি প্রকাশ করেছেন সে সময়। এসব নিয়ে কোনো ক্রিকেটার কথা বলেননি কখনও তবে সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, যারা এসব বলেন তাদের কী অবদান দেশের ক্রিকেটে?

[৪] আমাদের মোশাররফ হোসেন রুবেল, ওর ব্রেন টিউমার। ওরে কে টাকা দেবে। এগুলো বলা হয়েছে না? রুবেলেরটা আমি মানতে পারিনি। যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারে উদ্দেশ্য করে বলতেছে, একেক জন অসুস্থ হবে। ৫ লাখ ৭ লাখ করে টাকা দিতে হবে। যে মানুষগুলা কথা বলতেছে ওদের অবদান কি? - আরটিভি

[৫] মাশরাফীর এমন কথায় ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ রুবেল। ফেসবুকে এক পোস্টে লিখেন, কঠিন সময়ে অভিবাবকতূল্য বিসিবিকে পাশে না পাবার হতাশা।

[৬] ধন্যবাদ মাশরাফি বিন মোর্তুজাকে, বিষয়টাকে সামনে আনার জন্য। আমার জীবনের সবচেয়ে সেরা সময়টা দিলাম ক্রিকেটের পেছনে। হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জীবনটা লন্ডভন্ড হয়ে যায়। কঠিন এই সময়ে অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে আশা করেছিলাম। রুবেল আরও লিখেছেন, যেখানে চিকিৎসা ব্যয় কোটি টাকার উপর সেখানে সামান্য কিছু টাকা দিয়ে অপমান করার অধিকার দেয়া হয়নি বিসিবিকে

[৭] চিকিৎসা ব্যয় যেখানে দেড় থেকে দুই কোটি টাকা, সেখানে ৫/১০ লাখ টাকা দিয়ে অপমান করার অধিকার আপনাদেরকে দেয়া হয় নাই। আশা করি ভবিষ্যতে ক্রিকেটারদের বিপদে পাশে না থাকতে পারেন, অন্তত প্রাপ্য সম্মানটুকু দিবেন। - ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়