সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে বালুর ট্রাকের ধাক্কায় মনজেলা খাতুন (৪৫) নামের এক নারী গুরুত্বর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
[৩] বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ক্রসবার-৪ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মনজেলা খাতুন বলুটিয়া চরের নুর হোসেনের স্ত্রী।
[৪] স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত কালিয়া হরিপুর ইউনিয়নের চরসাপড়ী এলাকা দীর্ঘদিন ধরে উত্তোলন করে আসছে একটি মহল। এই বালু বিভিন্ন এলাকায় ট্রাক যোগে বিক্রি করা হচ্ছে। পাইকপাড়া ক্রসবার-৪ দিয়ে প্রতিদিন বালুবাহী ট্রাকগুলো চলাচল করায় যেমন ক্রসবার-৪ এর ক্ষতি হচ্ছে, পাশাপাশি ঘটছে দূর্ঘটনা। এর এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একটি বালুবাহী ট্রাক মনজেলা খাতুনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
[৫] আহত মনজেলার দেবর শাহ আলম বলেন, আমার ভাবী বাড়ী থেকে গরু নিয়ে মাঠে যায়। মাঠ থেকে ফেরাত পথে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার মাথায় ৩টি সেলাই ও কোমড়ে জখম হয়।
[৬] তিনি আরো জানান, একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে দীর্ঘদিন যাবত বেকু দিয়ে ক্রসবার-৪ এর বালু উত্তোলন করে বিক্রি করছে।
[৭] এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি অবগত নেই। তবে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা: হ্যাপি