শিরোনাম
◈ নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ যমুনায় যাওয়ার সিদ্ধান্ত পরে জানাবে বিএনপি: সালাহউদ্দিন ◈ আন্দোলনের পর সেনানিবাসে আশ্রয়: ২৪ রাজনীতিবিদ কে কোথায় ◈ বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী ◈ আজ পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি ও জামায়াত ◈ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ ​বাংলাদেশ-ভারত বাণিজ্য: প্রয়োজন বাণিজ্য কূটনীতি ◈ বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ ভবনে ল্যাবে জনবল শুণ্য, পরীক্ষা কার্যক্রম বন্ধে ঝুকিতে কৃষিক্ষাত! ◈ জাতিসংঘের সতর্কবার্তা: বড় ধাক্কার মুখে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো ◈ আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

প্রকাশিত : ২২ মার্চ, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাপি ও নরম ঠোঁট পেতে ৫ উপায়

আতাউর অপু: সুন্দর, নরম ও গোলাপি ঠোঁট কে না চায়। কিন্তু পর্যাপ্ত পানির অভাবে ঠোঁট শুষ্ক হয়ে যায়। অনেকের ঠোঁট ফেটে যায়। কিন্তু এ থেকে পরিত্রাণ পেতে কিছু ঘরোয়া উপায় রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে এমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যা অনুসরণ করলে আপনার ঠোঁট হয়ে উঠবে গোলাপি, নরম আর সুন্দর। চলুন, এক ঝলকে পরামর্শগুলো দেখে নিই—

নারকেল তেল

নারকেল তেল আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এ তেল ঠোঁটকে আর্দ্র করে এবং ফাটা থেকে সুরক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেল লাগাতে পারেন। এতে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

মধু লাল চিনি

এক চামচ মধুর সঙ্গে পরিমাণমতো লাল চিনি মিশিয়ে সেটি ঠোঁটে লাগান। তারপর আলতো করে মালিশ করুন। কিছুক্ষণ স্ক্রাবিংয়ের পর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন চমক।

অ্যালোভেরা

আপনার যদি ঠোঁট ফাটে, তাহলে অনায়াসে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট আর্দ্র থাকে। এতে ঠোঁট নরম ও গোলাপি হবে।

ভ্যাসলিন, মধু অলিভ অয়েল

ভ্যাসলিন ঠোঁট নরম করতে বেশ কার্যকর। এ ছাড়া ভ্যাসলিনের সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এটি আপনার ঠোঁট নরম করবে। ভ্যাসলিন, মধু ও অলিভ অয়েলের পেস্ট বানিয়ে তা দিয়ে ঠোঁট ম্যাসাজ করলে ঠোঁট ফাটাও উপশম হবে।

মধু লেবু

এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। এটি ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। দেখবেন আপনার ঠোঁট নরম ও উজ্জ্বল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়