শিরোনাম
◈ সরকার অনুগত সৈন্যরা ঠেকিয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিনে অভ্যুত্থান চেষ্টা ◈ নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে ডিআইজি আবু সুফিয়ান তদন্তের মুখে, পদ থেকে সরিয়ে সদর দপ্তরে স্থাপন ◈ নতুন নেশাসিরাপের সয়লাব: নির্বাচনের ব্যস্ততায় বড় চালান ঢোকানোর টার্গেটে ভারতীয় মাদককারবারিরা ◈ খালেদা জিয়ার সিটিস্ক্যান ও ই‌সি‌জি রি‌পো‌র্ট প‌জে‌টিভ, স্বজন‌দের স‌ঙ্গে কথা বলার চেষ্টা কর‌ছেন ◈ ২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌  ◈ ‌রিয়াল মা‌দ্রিদে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এমবা‌প্পের সাম‌নে ◈ ভরিতে ১,০৫০ টাকা কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর আজ থেকে ◈ কোটিপতির সংখ্যা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক ◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৪:২৫ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে প্রেমিক-প্রেমিকা আপত্তিকর অবস্থায় আটক

এইচএম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে পরকীয়ার অভিযোগে রাজন বেপারী (২৩) নামে এক যুবক ও এক প্রবাসির স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে সোমবার সন্ধ্যায় তাদের দুজনকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ। আটক হওয়া যুবক পৌর এলাকার বিভাগদী গ্রামের খায়রুল বেপারীর ছেলে।

[৩] মঙ্গলবার (৯ মার্চ) মামলা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পশ্চিমবালী গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাজন বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জের ধরে রাজন বেপারী সোমবার গভীর রাতে গোপনে দেখা করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায়। এ বিষয়টি টের পেয়ে স্থাণীয় লোকজন প্রেমিক রাজন বেপারী ও প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করে রাখে। পরে উপজেলার ডাসার থানা পুলিশের হাতে তাদের দুজনকেই সোপর্দ করেন স্থানীয় লোকজন।

[৪] স্থানীয় আনোয়ার হোসেনসহ বেশ কেয়কজন বলেন, রাজন বেপারী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে অনৈতিক কর্মকাণ্ড করার সময় এলাকাবাসী তাদের দুজনকে আটক করেন। পরে তাদের দুজনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।

[৫] সিঙ্গাপুর প্রবাসী বলেন, আমার অনুপস্থিতিতে রাজন বেপারী ও আমার স্ত্রী দুজন মিলে অবৈধ সম্পর্ক করে আসছে। আমি তাদের দৃষ্টান্তমূল বিচার চাই।

[৬] এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পরকীয়ার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়