শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৩:৪৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন কন্যা যেভাবে ম্যারাডোনার মৃত্যুর খবর পেয়েছিলেন

স্পোর্টস ডেস্ক : [২] গত নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। তার তিন কন্যা ডালমা, জিয়ান্নিনা এবং জানা সম্প্রতি একটি টেলিভিশনকে বলেন, কীভাবে বা কার মাধ্যমে প্রথম খবরটি পেলেন তারা।

[৩] ডালমা জানান, তিনি প্রথম খবরটি পান বোন জিয়ান্নিনার কাছ থেকে। জিয়ান্নিনা ফোন করে তাকে বলেছিলেন, তাদের বাবাকে বাঁচানোর চেষ্টা চলছে।

[৪] ডালমা তখন তাদের মাকে বিষয়টি জানান। এরপরই জিয়ান্নিনা আবারো ফোন করেন ডালমাকে, ‘আমরা তখন পথে। আমার বোন ফোন করে জিজ্ঞেস করে আমরা কোথায়? আমরা যখন পৌঁছালাম, তারা (চিকিৎসক) জানাল বাবা মারা গেছেন। তারা এক ঘণ্টা ধরে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছে।

[৫] জিয়ান্নিনা বাবার মৃত্যুর খবরটি প্রথম জানতে পারেন মনোরোগ বিশেষজ্ঞ অগাস্তিনা কোসেচভের কাছ থেকে।
জিয়ান্নিনা বলেন, তিনি (অগাস্তিনা) বলেন, আমার বাবার পালস পাওয়া যাচ্ছে না। তারা তাকে বাঁচানোর চেষ্টা করছিল। আমি ১টার দিকে বাবা যেখানে ছিল সেখানে পৌঁছাই। সব জায়গায় অ্যাম্বুলেন্স ছিল।

[৬] জিয়ান্নিনা বলে যান, ডাক্তার আমার কাছে এসে বলল, তাদের কিছু করার নেইৃ আমি জেদ করলাম। তিনি বললেন, তারা এক ঘণ্টা ধরে চেষ্টা করছেন। কিংবদন্তি ম্যারাডোনার প্রথম দুই সন্তান ডালমা ও জিয়ানিন্না। ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিল্লাফানের গর্বে তাদের জন্ম হয়।

[৭] ম্যারাডোনা আরো তিন সন্তানকে নিজের বলে স্বীকৃতি দিয়েছিলেন। এদের মধ্যে একজন কন্যা সন্তান- জানা। ভ্যালেরিয়া সাবালাইনের সঙ্গে ম্যরাডোনার বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম। জানা জানান, তিনি প্রথমে তার এক বন্ধর কাছ থেকে খবরটি পান। তবে তিনি খবরটি বিশ্বাস করতে চাননি। পরে রেডিও থেকে নিশ্চিত হন। - মার্কা/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়