সালেহ্ বিপ্লব: [২] দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি সোমবার এ কথা জানায়। ইয়ন
[৩] এ গণমাধ্যমগুলো হচ্ছে মিজিমা, মিয়ানমার নাউ, সেভেন ডে, ডিভিবি ও খিতটিত মিডিয়া। এনডিটিভি
[৪] রয়টার্স জানায়, এ পাঁচটি গণমাধ্যম মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই জনতার বিক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে সম্প্রচার করছিলো।