শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৬:৫১ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গায়ের রংয়ের জন্য সন্তানকে প্রিন্স বানাতে চায়নি রাজপরিবার, আত্মহত্যা করতে চেয়েছিলেন মেগান

রাশিদুল ইসলাম : [২] এমন বিস্ফোরক দাবি করলেন ব্রিটেনের যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। রোববার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন তারা । সেখানেই মেগান জানান, রাজপরিবারের সঙ্গে বেশ কিছু বিষয়ে অসন্তোষ ছিল তার। তার সন্তানের গায়ের রং কালো হলে তাকে রাজপুত্র বানানো নাও হতে পারে, এমন আশঙ্কাতেও ছিলেন তিনি বলে জানিয়েছেন ওই সাক্ষাৎকারে।

[৩]  মেগান বলেন, রাজপরিবারের থাকার সময়ে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। খুব খারাপ পরিস্থিতির মধ্যে সেই সময়ে তিনি যাচ্ছিলেন। কারণ পারিপার্শ্বিক এমন কিছু ঘটনা হচ্ছিল, যা দেখে তিনি হতাশায় ভুগছিলেন। যুবরাজ হ্যারির সঙ্গে বিয়ের আগে কেট মিডেলটন মেগানকে কাঁদিয়ে দিয়েছিলেন। কেট মিডেলটন প্রিন্স উইলিয়ামসের স্ত্রী। মেগান বলেন, বিয়ের আগে থেকেই সব কিছু খারাপ হতে শুরু করে। ফলে তিনি প্রচণ্ড আতঙ্ক ও হতাশায় ভুগতে থাকেন সেই সময়ে।

[৪] ওই সাক্ষাৎকারে কার্যত স্ত্রীয়ের দাবিকেই সমর্থন করেন যুবরাজ হ্যারি। তিনি বলেন, আমি নিজের স্ত্রীয়ের জন্য খুব গর্বিত। কারণ গর্ভবর্তী থাকার সময়ে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল মেগানকে।

[৫] মেগান জানান, তার সবচেয়ে বড় ভুলটি হল তিনি রাজ পরিবারকে বিশ্বাস করেছিলেন। তিনি ভেবেছিলেন সেখানে তাকে সুরক্ষিত রাখা হবে। সেই সঙ্গে হ্যারি বলেন, যদি প্রিন্সেস ডায়না থাকতেন, এসব দেখে তারও মন খারাপ হয়ে যেত। প্রসঙ্গত, গত বছরই সমস্ত রাজকীয় দায়িত্ব থেকে সরে যান মেগান ও হ্যারি। সাধারণের মতো জীবন যাপন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা। এমন ঘটনা সামনে আসার পরেই স্বাভাবিক ভাবেই বাড়ছে বিতর্ক। রাজপরিবারের ভিতরেই বর্ণবিদ্বেষ-সহ একাধিক অভিযোগ তোলেন মেগান। যদিও এর পাল্টা এখনও পর্যন্ত রাজপরিবারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

[৬] মেগান আরও বলেন, সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগের কথা রাজ পরিবারের বিশেষ কোনও সদস্য তাকে জানিয়েছিলেন। কিন্তু ওই সাক্ষাৎকারে তার নাম খোলসা করেননি তিনি। তবে মেগান বলেন, ওই দিনগুলো আমার কাছে ভয়াবহ ছিল। আতঙ্ক ও হতাশা দিন দিন আমার মধ্যে গ্রাস করছিল। বারবার মনে হচ্ছিল নিজের ও আমার সন্তানদের না কোনও ক্ষতি হয়ে যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়