এইচএম দিদার:[১] সম্প্রতি জাতিসংঘের সুপারিশক্রমে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রেখেছে। মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাউদকান্দি মডেল থানা পুলিশ একটি দীর্ঘাকৃতি কেকে কেটে 'আনন্দ উদযাপন ' করেছে।
[৩] রোববার বিকালে থানা সংলগ্ন রাসেল স্কয়ারে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[৪] এতে মডেল থানা সেকেন্ড অফিসার এসআই নাছিরউদ্দিন এর সঞ্চালনায় অফিসার-ইন-চার্জ মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মো.জুয়েল রানাসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি।