শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমোর বিরুদ্ধে চতুর্থ নারীর যৌন নাজেহালের অভিযোগ

রাশিদুল ইসলাম : [২] এর আগে যে তিন নারী নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন তাদের নাজেহালের অভিযোগ আনেন তার দুইজন লিন্ডসে বয়লান ও শার্লোট বেনেট ছিলেন সহকর্মী এবং বাকি একজন এ্যানা রাচ বিয়ের আসরে আগত অতিথি যাকে হেনস্তার শিকার হতে হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল এবার ৩৫ বছরের নারী এ্যানা লিসের খোঁজ দিয়ে বলছে কুমো তাকে জড়িয়ে ধরে ‘সুইট হার্ট’ বলে শরীরের পিছনের অংশ খামচে ধরেছিলেন। এ্যানার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ সম্পর্কেও জানতে চেয়েছিলেন কুমো। স্পুটনিক

[৩] এ্যানা কাজ করতেন কুমোর নীতি ও পরিচালনা বিভাগে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। এ্যানা বলেন কুমোর এধরনের আচরণ ছিল একেবারেই তাৎক্ষণিক। অ্যালবানিতে নিউইয়র্ক স্টেট ক্যাপিটলের নির্বাহী চেম্বারে গভর্নর অফিসের কাছে এ্যানার প্রথম বছরে কাজের সময় এ ঘটনা ঘটে।

[৪] তবে এ্যানা মনে করেছিলেন কুমোর আচরণ সাধারণ চপলতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুমোর আচরণ আরো ভয়ানক হয়ে ওঠে। এ্যানা মনে করেন এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কুমোর আচরণ যে যথাযথ নয় তা এ্যানা বুঝতে পারেন যেদিন গভর্নর তার হাতে চুমো পর্যন্ত খেয়ে বসেন।

[৫] কুমোর সিনিয়র উপদেষ্টা রিচ এ্যাজোপার্ডি এসব অভিযোগ নাকচ করে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন রিপোর্টার ও ফটোগ্রাফাররা কুমো ১৪ বছর ধরে নারী কিংবা পুরুষকে চুমো খাওয়া দেখে আসছে। এবং সেটি স্বাভাবিক আচরণ যা শতশত মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে ঘটছে।

[৬] তারপও সিবিএস টেলিভিশনে ২৫ বছরের বেনেট যখন বলেন কুমো আমার সঙ্গে ঘুমাতে চেয়েছিলেন। সেক্ষেত্রে বয়স কোনো ব্যাপার কি না তা জানতেও চেয়েছিলেন। কুমোর বয়স এখন ৬৩ বছর কিন্তু তখন তিনি জানিয়েছিলেন ২২ হলেই তিনি সবচেয়ে ভাল বোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়