আব্দুল্লাহ যুবায়ের: [৩] রোববার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মঞ্চে ধুতি পাঞ্জাবি পরে উপস্থি হন সাবেক তৃণমূলের এ পার্লামেন্ট মেম্বার এবং ভারতের অভিনেতা। আনন্দবাজার
[৪] ব্রিগেড মঞ্চে মিঠুনকে দেখে বিজেপি কর্মী সমর্থকরা উল্লাস করতে থাকেন। এ সময় তিনি বলেন, ‘থোড়া খামোশ হো যাও, বোলনে তো দে’। অর্থাৎ, একটু চুপ করুন এবং আমাকে বলার সুযোগ দিন।
[৫] মিঠুন তার বক্তব্যে বলেন, আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো। আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি যার দু’দিকটাই ছিলো অন্ধকার। সংগ্রাম করে হলেও জীবনে কিছু করতে হবে এমনটাই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এ বিষয়টা কখনও ভাবিনি, যে মঞ্চে দেশের বড় বড় নেতা এবং প্রধানমন্ত্রী উপস্থি থাকবেন এমন মঞ্চে আমি বক্তব্য রাখতে পারবো।
[৫] তিনি আরও বলেন, গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছি বহু আগে। আশা করছি আমার এ ইচ্ছাও পূরণ হবে। যারা মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমি ও আমার মতো কিছু মানুষ সবসময় বাধা দেবো।
[৬] উপস্থিত জনতা মিঠুনের কাছে তার যে কোন ছবির একটি বিখ্যাত ডায়ালগ শুনতে চান। ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ এটি বলে তিনি বলেন, চলবে?