সালেহ্ বিপ্লব: [২] ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ চিরস্মরণীয় থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের জন্য। আজ সেই দিবসটির ৫০ বছর পূর্তি হলো। এবারই প্রথম ৭ মার্চ পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।
[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষ্যে সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সিনিয়র নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।
[৪] দলীয় সভাপতির শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
[৫] এসময় ওবায়দুল কাদের উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা ৭ মার্চকে নিষিদ্ধ করেছিলো, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। ৭ মার্চও পালন করছে। তিনি বলেন, এই অপশক্তিকে পরাজিত করে আমরা সোনার বাংলা গড়ে তুলবো।