শিরোনাম
◈ ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, নতুন যুগের সূচনা ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা ◈ শনিবার খুলছে সেন্টমার্টিনের দ্বার, জাহাজ চালাবেন না মালিকেরা ◈ কথা সত্য, সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না: প্রেস সচিব ◈ ঐক্য নষ্ট হলে প্রত্যাবর্তন ফ্যাসিবাদের, খেসারত দিকে রাজনীতিবিদদের   ◈ জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা বেশি শক্তিশালী: গোলাম মাওলা রনি ◈ ভারতকে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-০‌তে এ‌গি‌য়ে গে‌লো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলী উপজেলায় মতি হাওলাদার নামের এক ব্যক্তির ঝুলন্ত মরো দেহ উদ্ধার

কাওসার হামিদ:[২] বরগুনার তালতলী উপজেলায় মতি হাওলাদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গতকাল শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।মতি হাওলাদার তেতুলবাড়িয়া গ্রামের মৃত্যু মজিদ হাওলাদারের ছেলে।

[৩] স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের হারুন শিকদারের মেয়ে ময়ূরীর সাথে একই গ্রামের মতি হাওলাদারের সাথে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত কয়েকদিন অাগে মতির এক আত্মীয় ময়ূরীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে ময়ূরীর বাবা হারুন শিকদার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।

[৪] গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ময়ূরীর বাড়ির সামনে মতিকে ঘুরাঘুরি করতে দেখলে ময়ূরীর বাবা মা ও ভাইদের সাথে কথার কাটাকাটি হয়, একপর্যায়ে মতিকে এলোপাতাড়ি মারধর করে।পরে সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পাড়ে মাছ ধরতে গেলে একটি গাছের সাথে মতির লাশ ঝুলতে দেখে স্থানীয়দের জানায়।

[৫] গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ ঘটনার পর থেকেই হারুন শিকদারের পরিবারটি পলাতক রয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান , মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোন অভিযোগ করেন নি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়