শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলী উপজেলায় মতি হাওলাদার নামের এক ব্যক্তির ঝুলন্ত মরো দেহ উদ্ধার

কাওসার হামিদ:[২] বরগুনার তালতলী উপজেলায় মতি হাওলাদার (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।গতকাল শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।মতি হাওলাদার তেতুলবাড়িয়া গ্রামের মৃত্যু মজিদ হাওলাদারের ছেলে।

[৩] স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের হারুন শিকদারের মেয়ে ময়ূরীর সাথে একই গ্রামের মতি হাওলাদারের সাথে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত কয়েকদিন অাগে মতির এক আত্মীয় ময়ূরীর বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে ময়ূরীর বাবা হারুন শিকদার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন।

[৪] গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ময়ূরীর বাড়ির সামনে মতিকে ঘুরাঘুরি করতে দেখলে ময়ূরীর বাবা মা ও ভাইদের সাথে কথার কাটাকাটি হয়, একপর্যায়ে মতিকে এলোপাতাড়ি মারধর করে।পরে সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার স্থানীয় বাসিন্দা শহিদ খান নদীর পাড়ে মাছ ধরতে গেলে একটি গাছের সাথে মতির লাশ ঝুলতে দেখে স্থানীয়দের জানায়।

[৫] গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ ঘটনার পর থেকেই হারুন শিকদারের পরিবারটি পলাতক রয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান , মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউই থানায় কোন অভিযোগ করেন নি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়