আবু মুত্তালিব মতি: বগুড়ার আদমদীঘিতে রাতের আধারে মিজানুর রহমান নামের এক কৃষকের আম বাগান থেকে বিপুল পরিমান মুকুল ধরা আম ও পিয়ারা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত ৪ মার্চ বৃহস্পতিবার গবীর রাতে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের নিমকুড়ি গ্রামে রাস্তার পাশে জমিতে থাকা এই গাছ গুলো কেটে ফেলা হয়েছে।
নিমকুড়ি গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিজানুর রহমান জানান, প্রায় ১০ বছর আগে গ্রামে রাস্তার পাশে তার ১০ শতকের জমিতে মাটি ভরাট করে আম বাগান করেন। ওই আম বাগানে উন্নজাতের আম গাছ, পিযারা, কলাসহ বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছিলেন। চলতি মৌসুমে আম গাছে মুকুল ধরে গুটি হতে শুরু করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব শক্রতার জেরধরে দুবৃত্তরা ফজলি, রুপালি মল্লিকা ও পিয়ারাসহ ২৫টি বড় আকারের আম গাছ কেটে ফেলে নষ্ট করে। গাছের সাথে এমন শক্রতায় গ্রামবাসিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।