রাজু চৌধুরী: [২] সিএমপির ডবলমুরিং মডেল থানার অভিযানে ৪৩৩০ পিস ইয়াবা সহ ০২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] বৃহষ্পতিবার ৪ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা এডিসি ডিবি (দক্ষিণ) শাহ্ মুহাম্মদ আব্দুর রউফ জানান, বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন পিপিএম এর নেতৃত্বে এস আই শরিফ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্স সহ চৌমুহনী ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩০০ পিস ইয়াবা সহ মো. রাসেল (২৪) ও মো. আল আমিন প্রকাশ বাবু (২৪) কে আটক করে।
[৪] জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রয় করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। এছাড়াও পৃথক অভিযানে মো. মুক্তার হোসেন প্রকাশ অভি (২৬) নামে একজনকে পাঠানটুলী গায়েবী মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা পুলিশ।
[৫] গ্রেপ্তারকৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী