শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গ্লোবাল ফ্রিডম হাউজের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ার কোনো দেশেই রাজনৈতিক অধিকার পুরোপুরি মুক্ত নয়

আসিফুজ্জামান পৃথিল: [২]মোদি জামানায় অবনমন হয়েছে ভারতের।

[৩] ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশের স্কোর কমেছে ৩ পয়েন্ট। ২০২০ সালের প্রতিবেদনে স্কোর ছিলো ৪১। এ বছর সারা বিশ্বে গণতন্ত্রের অবনমন হয়েছে। ভারতের স্কোর ছিলো ৭৫। এবছর তা ৬৭তে নেমে আসে। সব মিলিয়ে এ বছর ২৮টি দেশে গণতন্ত্রের উন্নতি হয়েছে। আর অবনমন হয়েছে ৭৩ দেশের।

[৪] বড় গণতন্ত্রগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ ঝাপসা হয়ে আসছে বলে মন্তব্য করেছে ফ্রিডম হাউস। এছাড়া, ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে বিশ্ব। আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ থামলেও যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মাঝে। মিয়ানমারের পরিস্থিতি প্রচণ্ড ঘোলাটে। লিবিয়া আর ইয়ামেনে যুদ্ধ থামছেই না।

[৫] বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ গণতন্ত্র ভারতের পতন হয়েছে। গতবছর পর্যন্ত তাদের রাজনীতি ও গণতন্ত্র ছিলো মুক্ত। এ বছর আংশিক মুক্ত। ভারত অধিকৃত কাশ্মীরের রাজনীতি মুক্ত নয়। সেক্ষেত্রে স্কোর ২৯। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের গণতন্ত্রই আংশিক মুক্ত। ভুটান (৬১),মালদ্বীপ(৪০), মিয়ানমার (২৮), নেপাল (৫৬), পাকিস্তান(৩৭), পাকিস্তানি কাশ্মীর (২৮), শ্রীলঙ্কা(৫৬), আফগানিস্তান(২৭)। [৬] রাজনৈতিক অধিকারের জন্য ৪০ পয়েন্ট বরাদ্দ রেখেছিলো ফ্রিডম হাউজ। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১৫। আর সামাজিক স্বাধীনতায় ৬০ এর মধ্যে ৩৯ পেয়েছে দেশটি। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়