ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িতদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রয়টার্স জানিয়েছে এ খবর।
যারা প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন জাতীয় পুলিশের প্রধান আহমাদ-রেজা।
ইরানের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ পরে দাঙ্গায় রূপ নেয়। এতে বিদেশি শক্তির উসকানি ছিল। সরকারি হিসেবে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও মানবাধিকার সংস্থাগুলো আরও বেশি হতাহতের কথা বলছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট