সালেহ্ বিপ্লব: [২] বুধবার দিবাগত রাত সোয়া ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
[৩] পুরো নাম হোসেন তৌফিক ইমাম হলেও সাবেক এ সচিব প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত। তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত আরও কিছু জটিলতার কারণে দুই সপ্তাহ আগে তিনি সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।
[৪] ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন হোসেন তৌফিক ইমাম। ফেসবুকে নিজেকে এভাবে উপস্থাপন করেছেন, ‘হোসেন তৌফিক ইমাম যিনি সচরাচর এইচ. টি. ইমাম নামে পরিচিত একজন বাংলাদেশী রাজনীতিবিদ তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা হয়েও ১৯৭১-এ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।’
[৫] বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাযার পর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
[৬] তার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেন, মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। সরকারী কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।