শিরোনাম
◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান ◈ ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত ◈ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সময় ◈ এক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি ১২ পয়েন্ট, নভেম্বরে দাঁড়াল ৮.২৯% শতাংশ

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ শেষে মধ্যরাতে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে গেলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট : বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ খান ফারুক (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আকাশ খান ফারুক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের স্নাতক বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কলেজ শাখার সদস্য।

পুলিশ জানায়, উপজেলার কান্তনগর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রীর সঙ্গে ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে আকাশ খান ফারুকের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা মা ও পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে আকাশ খান তার বাড়িতে যায়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে আকাশ মোহনপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে না করে এক পর্যায়ে ওই স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে মধ্যরাতে বাড়িতে রেখে যান। এঘটনায় স্কুলছাত্রীর বাবা রোববার সন্ধ্যায় আকাশ খান ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা আকাশ খান ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে শারিরীক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎসঃ পূর্বপশ্চিম

  • সর্বশেষ
  • জনপ্রিয়