শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন: চুরি যাওয়া মোটর সাইকেল এক ঘণ্টায় উদ্ধার

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজন ভুক্তভোগীর ফোন কলে তার চুরি হওয়া মোটর সাইকেল এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা সেলের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার দুপুর সোয়া ২টায় মোফাজ্জল হোসেন নামের একজন রাজধানীর দক্ষিণখান থেকে ফোন করে জানান, ভোর রাতে বাসার গ্যারেজ থেকে তালা ভেঙ্গে দুর্বৃত্তরা তার সুজুকি জিক্সার ব্র্যান্ডের মোটর সাইকেলটি চুরি করে নিয়ে গেছে। সকাল নয়টায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। তার মোটর সাইকেলে জিপিএস ট্র্যাকার লাগানো ছিলো। তখন তিনি জিপিএস সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করেন এবং তার মোটর সাইকেলের লোকেশন জানাতে বলেন। দুপুর দেড়টার দিকে তিনি জানতে পারেন, তার মোটর সাইকেলটি গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় আছে। এরপর তিনি ৯৯৯ এ ফোন করেন। ৯৯৯ বিষয়টি গাজীপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানায়। ইতোমধ্যে চোররা তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। অবশেষে দুপুর সোয়া তিনটায় গাজীপুরের গাছা থানা পুলিশের সহায়তায় গাছার দৌলতপুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গাছা থানার এএসআই সারোয়ার ৯৯৯ কে ফোনে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোররা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে উদ্ধার মোটর সাইকেলটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। চোরদের আটকের চেষ্টা চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়