স্পোর্টস ডেস্ক: [২]মোতেরায় ঘূর্ণি পিচে ২ দিনেই শেষ হয়ে যায় ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই পিচ নিয়েই চলছে সমালোচনা। স্পিনারদের জন্য অতি সহায়ক উইকেটে দুই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের ক্রিকেটাররা বলছেন, এমন উইকেট ক্রিকেটের জন্য নেতিবাচক।
[৩] কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও পিচের পাশেই দাঁড়িয়েছেন। তিনি উইকেট দেখে এতটাই মুগ্ধ যে, ওই পিচ প্রস্তুতকারককে নিজের শহর সিডনিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। এছাড়া তার মতে, পিচে বল ঘুরতে শুরু করলেই সবাই কান্নাকাটি শুরু করে দেন।
[৪] রোববার ২৮ ফেব্রুয়ারি, ফেসবুক লাইভে লায়ন বলেন, এই টেস্টের সবচেয়ে বড় ব্যাপার হল ইংল্যান্ড ৪ জন পেসার নিয়ে খেলতে নেমেছিল। এটাই সব বলে দিচ্ছে। আমার আর কিছু বলার প্রয়োজন নেই।
[৫] এই পিচ দুর্দান্ত ছিল। আহমেদাবাদের এই কিউরেটরকে আমি সিডনিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। বিশ্বজুড়ে পেস বান্ধব উইকেটে খেলে আমরা ৪৭ রানে, ৬০ রানে অলআউট হয়ে যাই। তখন কেউ কিছু বলে না।
[৬] তিনি আরও বলেন, যখনই বল ঘুরতে শুরু করে, বিশ্বের সবাই তখন কান্নাকাটি শুরু করে। কেন হয় আমি জানি না। সত্যি আহমেদাবাদ টেস্ট আমি উপভোগ করেছি। - ক্রিকইনফো