শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বল ঘুরতে শুরু করলে, সবাই তখন কান্নাকাটি শুরু করে: লায়ন

স্পোর্টস ডেস্ক: [২]মোতেরায় ঘূর্ণি পিচে ২ দিনেই শেষ হয়ে যায় ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই পিচ নিয়েই চলছে সমালোচনা। স্পিনারদের জন্য অতি সহায়ক উইকেটে দুই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের ক্রিকেটাররা বলছেন, এমন উইকেট ক্রিকেটের জন্য নেতিবাচক।

[৩] কিন্তু অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও পিচের পাশেই দাঁড়িয়েছেন। তিনি উইকেট দেখে এতটাই মুগ্ধ যে, ওই পিচ প্রস্তুতকারককে নিজের শহর সিডনিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। এছাড়া তার মতে, পিচে বল ঘুরতে শুরু করলেই সবাই কান্নাকাটি শুরু করে দেন।

[৪] রোববার ২৮ ফেব্রুয়ারি, ফেসবুক লাইভে লায়ন বলেন, এই টেস্টের সবচেয়ে বড় ব্যাপার হল ইংল্যান্ড ৪ জন পেসার নিয়ে খেলতে নেমেছিল। এটাই সব বলে দিচ্ছে। আমার আর কিছু বলার প্রয়োজন নেই।

[৫] এই পিচ দুর্দান্ত ছিল। আহমেদাবাদের এই কিউরেটরকে আমি সিডনিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। বিশ্বজুড়ে পেস বান্ধব উইকেটে খেলে আমরা ৪৭ রানে, ৬০ রানে অলআউট হয়ে যাই। তখন কেউ কিছু বলে না।

[৬] তিনি আরও বলেন, যখনই বল ঘুরতে শুরু করে, বিশ্বের সবাই তখন কান্নাকাটি শুরু করে। কেন হয় আমি জানি না। সত্যি আহমেদাবাদ টেস্ট আমি উপভোগ করেছি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়