শিরোনাম
◈ সময় স্বল্পতার কার‌ণে বি‌পিএল থে‌কে আ‌মি ফরচুন ব‌রিশা‌লের নাম প্রত‌্যাহার ক‌রে‌ছি: মিজানুর রহমানের পোষ্ট ◈ এক বছরে পোশাক খাতে বড় ধাক্কা, বন্ধ শতাধিক কারখানা ও কাজ হারিয়েছেন লাখো শ্রমিক: বিজিএমইএ  ◈ মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, একের পর এক বিস্ফোরণ ◈ জাহানারাদের অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির ◈ দেশের ১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন ◈ এক ভিসায় ছয় দেশ ভ্রমণ: চালু হচ্ছে কবে? ◈ শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ◈ জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের ◈ উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে ইসি ◈ রাজধানীর ১৪২ স্পটে একযোগে পুলিশের ‘বড় মহড়া’

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগের ৯ ও  বিএনপির ৬ : এ্যাড. জহিরুল ইসলাম সভাপতি ও এ্যাড. আবু সাঈদ সাধারণ সম্পাদক 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২১ ইং এর নির্বাচন ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে এ্যাড. জহিরুল ইসলাম সভাপতি ও এ্যাড. আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মো: আলমগীর হোসেন হাওলাদার, সহ-সভাপতি এ্যাড. ছায়েদুর রহমান (সাইদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল হক, অর্থ সম্পাদক এ্যাড. আলী আহাম্মদ খান, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক এ্যাড. সেলিম আহমদ (বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত), অডিটর এ্যাড. এম.এম মনিরুজ্জামান ইমরান, সদস্য এ্যাড. রাশিদা মির্জা, এ্যাড. মেহেদী মান্নান হামিদী, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. এম.এম বশির উল আলম, এ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি এসব তথ্য নিশ্চিত করেছে।

এই নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯টি পদে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ বিজয়ী হয়েছে। আর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিএনপি সমর্থিত আইনজীবীগণ বিজয়ী হয়েছে।

এদিকে, নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সকল বিজ্ঞ সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকেও আইনজীবী সহ নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও এই নির্বাচনে একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত লাইব্রেরী সম্পাদক এ্যাড. সেলিম আহমদ বলেন, আমি বারবার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি সারাজীবন আইনজীবী সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি, আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়