শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আ’লীগের ৯ ও  বিএনপির ৬ : এ্যাড. জহিরুল ইসলাম সভাপতি ও এ্যাড. আবু সাঈদ সাধারণ সম্পাদক 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২১ ইং এর নির্বাচন ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে এ্যাড. জহিরুল ইসলাম সভাপতি ও এ্যাড. আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মো: আলমগীর হোসেন হাওলাদার, সহ-সভাপতি এ্যাড. ছায়েদুর রহমান (সাইদ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল হক, অর্থ সম্পাদক এ্যাড. আলী আহাম্মদ খান, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, লাইব্রেরী সম্পাদক এ্যাড. সেলিম আহমদ (বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত), অডিটর এ্যাড. এম.এম মনিরুজ্জামান ইমরান, সদস্য এ্যাড. রাশিদা মির্জা, এ্যাড. মেহেদী মান্নান হামিদী, এ্যাড. আমিনুল ইসলাম, এ্যাড. এম.এম বশির উল আলম, এ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি এসব তথ্য নিশ্চিত করেছে।

এই নির্বাচনে ১৫ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯টি পদে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ বিজয়ী হয়েছে। আর সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিএনপি সমর্থিত আইনজীবীগণ বিজয়ী হয়েছে।

এদিকে, নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সকল বিজ্ঞ সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকেও আইনজীবী সহ নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও এই নির্বাচনে একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত লাইব্রেরী সম্পাদক এ্যাড. সেলিম আহমদ বলেন, আমি বারবার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি সারাজীবন আইনজীবী সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি, আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়