শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি পরিবার ও সংগঠনের

ইসমাঈল ইমু: [২] স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের বহনকারী একটি গাড়ি ট্রাকের ধাক্কায় উল্টে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছে। গত সোমবারের ঘটনায় সংগঠনটির আহত ১২ শীর্ষস্থানীয় নেতা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে জাতীয় কমিটির সদস্য এডভোকেট দিদার হোসেন রিজবি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রযেছেন। তাকে উন্নত চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর মাধ্যমে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে তার পরিবার ও সংগঠনের নেতৃবৃন্দ।

[৩] স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, দেশজুড়ে কয়েক ধাপে চলমান পৌরসভা নির্বাচনে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নেতৃত্বে একটি টিম ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলো। তাদের বহনকারী গাড়িটি নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাছে রাস্তার পাশে উল্টে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। এসময় গাড়িতে থাকা সকলেই কমবেশি আহত হয়। তারা এখন নারায়ণগঞ্জসহ রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

[৪] দুর্ঘটনায় আরও আহত হন, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আজিম ও সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম আবুল, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান ও মনিরুজ্জামান পামেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়