মহসীন কবির:[২] শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] দেশে কোভিড শনাক্তের ৩৫৭ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৪৮ জনের। এখন পর্যন্ত ৪০ লাখ ৩০ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন। মোট মারা গেছেন ৮৪০০ জন।
[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হা্জার ১০৭ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক৮৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।