শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, রাস্তা অবরোধ

ইমদাদুল হক : [২]  তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ অবরোধে কারনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।

[৩] শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে ঋষিপাড়া এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।শ্রমিকরা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ঋষিপাড়া এলাকায় অবস্থিত কিউ ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। বেতন দিবে দিবে বলে ঘুরাতে থাকে মালিক পক্ষ।

[৪] আজ শনিবার মালিক পক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করার কথা ছিলো। সকালে কাজে যোগ দিতে এসে মালিক পক্ষ আমাদের আজ আমাদের বেতন দিবে না বলে জানায়। পরে আমরা কাজ বন্ধ রেখে কর্মবিরতিসহ সড়কে আসতে বাধ্য হয়েছি বেতনের দাবিতে।এদিকে কারখানা কর্তৃপক্ষের কাছে জানা গেছে, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন দিতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

[৫] এ বিষয়ে কারখানাটির জেনারেল মেনেজার (জি এম) সেলিম আহমেদ বলেন, আমরা ব্যাংকের কারণে শ্রমিকদের টাকা পুরোপুরি দিতে পারিনি।যেখানে আমাদের শ্রমিকদের বেতন আসে ৪০ লাখ টাকা সেখানে ব্যাংক দিয়েছে ১৮ লাখ টাকা। এছাড়া আমাদের এমডি স্যার বাইরে থাকায় এ সমস্যাটি হয়েছে।আমি এখন শ্রমিকদের সঙ্গে কথা বলবো এবং দ্রুত সমস্যার সমাধান করবো।

[৬] ঘটনাস্থলে শিল্প পুলিশ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই দুপুর ১ টার দিকে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়