শিরোনাম
◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, রাস্তা অবরোধ

ইমদাদুল হক : [২]  তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ অবরোধে কারনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারন মানুষ।

[৩] শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে ঋষিপাড়া এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।শ্রমিকরা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ঋষিপাড়া এলাকায় অবস্থিত কিউ ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। বেতন দিবে দিবে বলে ঘুরাতে থাকে মালিক পক্ষ।

[৪] আজ শনিবার মালিক পক্ষ আমাদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করার কথা ছিলো। সকালে কাজে যোগ দিতে এসে মালিক পক্ষ আমাদের আজ আমাদের বেতন দিবে না বলে জানায়। পরে আমরা কাজ বন্ধ রেখে কর্মবিরতিসহ সড়কে আসতে বাধ্য হয়েছি বেতনের দাবিতে।এদিকে কারখানা কর্তৃপক্ষের কাছে জানা গেছে, কাজের অর্ডার কম থাকায় এবং মালিক দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় ব্যাংক থেকে টাকা না পাওয়ায় বেতন দিতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

[৫] এ বিষয়ে কারখানাটির জেনারেল মেনেজার (জি এম) সেলিম আহমেদ বলেন, আমরা ব্যাংকের কারণে শ্রমিকদের টাকা পুরোপুরি দিতে পারিনি।যেখানে আমাদের শ্রমিকদের বেতন আসে ৪০ লাখ টাকা সেখানে ব্যাংক দিয়েছে ১৮ লাখ টাকা। এছাড়া আমাদের এমডি স্যার বাইরে থাকায় এ সমস্যাটি হয়েছে।আমি এখন শ্রমিকদের সঙ্গে কথা বলবো এবং দ্রুত সমস্যার সমাধান করবো।

[৬] ঘটনাস্থলে শিল্প পুলিশ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই দুপুর ১ টার দিকে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়