শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাক আহমেদের হত্যার দায়ও প্রধানমন্ত্রীকে নিতে হবে: জোনায়েদ সাকি

সমীরণ রায়: [২] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, বাংলাদেশে যা কিছু অন্যায় হচ্ছে সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ মাস জেলে রেখেছেন। ছয় ছয় বার জামিনের জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়। মুশতাকের খুনের দায় এই সরকারকেই নিতে হবে।

[৩] তিনি বলেন, এ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সধারণ মানুষকে ভয় দেখানোর জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য এবং নিজেদের বাঁচাতে। এ আইন মানুষের টুঁটি চেপে ধরেছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। রাষ্ট্র আর জনগণের নেই। রাষ্ট্রকে তারা খুনের রাষ্ট্রে পরিণত করেছে।

[৪] শুক্রবার লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে গায়েবানা জানাজার আগে তিনি এসব কথা বলেন।

[৫] এসময় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুশাদ ফরিদী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়