শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাক আহমেদের হত্যার দায়ও প্রধানমন্ত্রীকে নিতে হবে: জোনায়েদ সাকি

সমীরণ রায়: [২] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, বাংলাদেশে যা কিছু অন্যায় হচ্ছে সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। মুশতাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে ১০ মাস জেলে রেখেছেন। ছয় ছয় বার জামিনের জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়। মুশতাকের খুনের দায় এই সরকারকেই নিতে হবে।

[৩] তিনি বলেন, এ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে সধারণ মানুষকে ভয় দেখানোর জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য এবং নিজেদের বাঁচাতে। এ আইন মানুষের টুঁটি চেপে ধরেছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। রাষ্ট্র আর জনগণের নেই। রাষ্ট্রকে তারা খুনের রাষ্ট্রে পরিণত করেছে।

[৪] শুক্রবার লেখক ও কলামিস্ট মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে গায়েবানা জানাজার আগে তিনি এসব কথা বলেন।

[৫] এসময় আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুশাদ ফরিদী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়