শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকার পশ্চিম চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

[৩] নিহত গৃহবধুর জান্নাতুল (২৩) সিরাজগঞ্জ সদরের শাহেদ নগর এলাকার উজ্জল বেপারীর মেয়ে। সে স্বামী রাজিব আহমেদের সাথে পশ্চিম চান্দনা এলাকায় ভাড়া থেকে দু’জনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

[৪] নিহত গৃহবধুর চাচা তোফাজ্জল হোসেন মিলন জানান, আড়াই বছর আগে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রহমত আলীর ছেলে রাজিব আহমেদের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বর্তমানে জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলো। বিয়ের পর থেকে স্বামী রাজিব এবং শ^শুর-শাশুড়ি মিলে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করতো। তাদের চাহিদা মতো একবার ৩০ হাজার পরের বার ৫০ হাজার টাকা দেয়া হয়। সম্প্রতি তারা আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। টাকা না দিতে পারায় জান্নাতুলের উপর চালানো হতো নির্যাতন।

[৫] তিনি আরো বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকার জন্য জান্নাতুলকে মারধর করা হয়। এক পর্যায়ে তার পেটে লাথি দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে রশি দিয়ে গলায় বেধে ঘরের ধরনার সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়। প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

[৬] এ ব্যাপারে জান্নাতুলের স্বামী রাজিব আহমেদ জানান, সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে সে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। যৌতুকের জন্য কোন সময় তাকে নির্যাতন করা হতো না।

[৭] এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই ইব্রাহিম খলিল জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়