শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: [২] বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকার পশ্চিম চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শুক্রবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।

[৩] নিহত গৃহবধুর জান্নাতুল (২৩) সিরাজগঞ্জ সদরের শাহেদ নগর এলাকার উজ্জল বেপারীর মেয়ে। সে স্বামী রাজিব আহমেদের সাথে পশ্চিম চান্দনা এলাকায় ভাড়া থেকে দু’জনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

[৪] নিহত গৃহবধুর চাচা তোফাজ্জল হোসেন মিলন জানান, আড়াই বছর আগে ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকার রহমত আলীর ছেলে রাজিব আহমেদের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বর্তমানে জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলো। বিয়ের পর থেকে স্বামী রাজিব এবং শ^শুর-শাশুড়ি মিলে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করতো। তাদের চাহিদা মতো একবার ৩০ হাজার পরের বার ৫০ হাজার টাকা দেয়া হয়। সম্প্রতি তারা আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। টাকা না দিতে পারায় জান্নাতুলের উপর চালানো হতো নির্যাতন।

[৫] তিনি আরো বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকার জন্য জান্নাতুলকে মারধর করা হয়। এক পর্যায়ে তার পেটে লাথি দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জান্নাতুলকে রশি দিয়ে গলায় বেধে ঘরের ধরনার সঙ্গে ঝুঁলিয়ে রাখা হয়। প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

[৬] এ ব্যাপারে জান্নাতুলের স্বামী রাজিব আহমেদ জানান, সাংসারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে সে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। যৌতুকের জন্য কোন সময় তাকে নির্যাতন করা হতো না।

[৭] এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই ইব্রাহিম খলিল জানান, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়