শিরোনাম

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষ ম্যাচ হেরেও ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

স্পোর্টস ডেস্ক: [২] ব্রাজিলিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হলো ফ্লামিঙ্গে। লিগ পর্বের শেষ রাউন্ডের খেলায় হেরেও ব্রাজিলিয়ান ফুটবলের শীর্ষ লিগে শিরোপা ধরে রেখেছে তারা।

[৩] বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাগতিক সাও পাওলোর বিপক্ষে ২-১ গোলে হেরে যায় ফ্লামেঙ্গো। তবে একই সময়ে হওয়া আরেক ম্যাচে করিন্থিয়ান্সের সঙ্গে ইন্তারনাসিওনাল ড্র করায় শিরোপা ওঠে ফ্লামেঙ্গোর হাতে।

[৪] ৩৮ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ফ্লামেঙ্গোর পয়েন্ট ৭১। তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে রানার্সআপ ইন্তারনাসিওনাল। সাও পাওলোর বিপক্ষে জিতলে অন্য কোনো হিসাব ছাড়াই নিজেদের অষ্টম লিগ শিরোপা জিতত ফ্লামেঙ্গো। তবে শেষ ধাপে এসে হাতছাড়া হতে বসেছিল শিরোপা। যেন স্নায়ুচাপ পেয়ে বসেছিল তাদের।

[৫] প্রথমার্ধের যোগ করা সময়ে লুসিয়ানোর ফ্রি কিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রুনো হেনরিকের গোলে সমতায় ফেরে দলটি। এর খানিক পর সাও পাওলোর জয়সূচক গোলটি করেন পাবলো। - বিডিনিউজ/ রিওটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়