শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেগমগঞ্জে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ ও অপহরণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তার দুই তরুণ হলেন সাইফুল ইসলাম ওরফে ইমন (২৩) ও মো. ফয়সাল (২২)।

[৪] বৃহস্পতিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় ইমন, ফয়সালসহ চারজনকে আসামি করে ধর্ষণ, ভিডিও চিত্র ধারণ ও অপহরণের অভিযোগে মামলাটি করেন।

[৫] মেয়েটির মা অভিযোগ করেন, ফয়সাল ও ইমন তাঁর মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে ২০১৮ সালের আগস্ট মাসে দুজন কৌশলে ঘরে থাকা পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে যান।

[৬] এরপর রাতে তিনি ওই বোতলের পানি খেয়ে ঘুমিয়ে পড়লে ইমন ও ফয়সাল বেড়া কেটে ঘরে ঢুকে তাঁর মেয়েকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন। ওই রাতেই স্থানীয় এক চা-দোকানিকে অস্ত্রের মুখে ডেকে এনে মেয়ের অশ্লীল ভিডিও ধারণ করান।

[৭] পরে ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইমন তাঁর মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। শেষ পর্যন্ত মেয়েকে বিয়ে দিয়েও তাঁদের অত্যাচার থেকে রক্ষা পাননি।

[৮] ওই নারীর ভাষ্য, বিয়ের পর দুই দফায় তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যান ইমন ও তাঁর সহযোগীরা। দুই দফায় টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করেছেন। সর্বশেষ ২৪ ডিসেম্বর তার মেয়েকে অপহরণ করেন মো.রাসেল নামের একজন।

[৯] এরপর রাসেল, ইমন, ফয়সাল মেয়েকে ফিরিয়ে দিতে মুঠোফোনে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বর্তমানে তারা মেয়েটিকে অজ্ঞাত স্থানে আটকে রেখে অনৈতিক কাজ করাচ্ছেন।

[১০] বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, ধর্ষণ ও অপহরণের অভিযোগ পাওয়ার পরে রাতেই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া ওই ছাত্রীকে উদ্ধারের জন্য ইতিমধ্যে পুলিশের একটি দল ঢাকায় রওনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়