শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে এডিস ও কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে, পদক্ষেপ নিচ্ছে দুই সিটি করপোরেশন

সুজিৎ নন্দী: [২] শীত কমার সঙ্গে সঙ্গে রাজধানীতে মশার উপদ্রব অতিমাত্রায় বেড়েছে। এখনই মশা দমনে কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু ছড়িয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়ররা জানান, মশার উপদ্রব কিছুটা বেড়েছে। তবে খুব শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে।

[৩] সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার উৎপাতে থাকা যাচ্ছে না। বিমানবন্দর এলাকায় দেখা যায়, বিকাল হলেই মশা হাত দিয়ে সরিয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে। ধানমণ্ডি এলাকার বাসিন্দাররা জানান, বাসাবাড়ি, দোকানপাট, অফিস-আদালত সর্বত্রই মশার প্রকোপ দেখা যাচ্ছে।

[৪] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, নিধনকর্মী, ওয়ার্ড সচিব, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর সবাইকে জবাদিহি করতে হবে।

[৫] ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ জানায়, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেও রাজধানীর কয়েকটি এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি রয়েছে। এখন উপস্থিতি কম থাকলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মার্চ-এপ্রিলের দিকে এর আরো প্রকোপ বাড়বে।

[৬] মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন মশার উপদ্রব কমাতে বিশেষ অভিযান শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালাবে। দোকান-স্থাপনা-বাসা-বাড়িতে-স্থাপনায় মশার লার্ভা পাওয়া যাবে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়