শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রায়হান আলী: [২] এ সম্মেলনকে সফল ও নান্দনিক করতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্তে¡ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে । সম্মেলনকে ঘিরে উপজেলা ও তৃর্ণমূল আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে।

[৩] এই ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের নতুন নেতা নির্বাচিত করবেন কাউন্সিলররা ।

[৪] সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ২ জন ও সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছে।

[৫] উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক এমপি, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল কাদের রুমি।

[৬] সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাংবাদিকও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদুল হক।

[৭] ২৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের মোট ৪৫৮ জন কাউন্সিলর তাদের গোপন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের নতুন নেতা নির্বাচিত করবেন।

[৮] উল্লেখ্য গত ২০০৩ সালে সর্বশেষ উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে ২০১৪ সালে আহবায়ক কমিটি গঠন করা হয় । সিরাজগঞ্জ-৪ আসনে তানভীর ইমাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজান।

[৯] তিনি অনাড়ম্বর কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন,কৃষকলীগ,মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করেন। নবীন প্রবীনের সমন্বনে গঠিত দলটির প্রতিটি কমিটি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী ও সু-সংগঠিত। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সন্মেলন কে সফল ও সার্থক করতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

[১০] উত্তরাঞ্চলের মধ্যে সব চেয়ে সুন্দর, নান্দনিক ও সফল সম্মেলন করতে সংসদ সদস্যর নির্দেশে নেতাকর্মীরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। উল্লাপাড়া পৌর শহরের অলিগলিতে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে নির্মাণ ও স্থাপন করা হচ্ছে বাহারী তোরন ও বিলবোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়