বুধবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত পৌনে নয়টায় মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় ছয় বছরের শিশু সন্তানকে নিয়ে ট্রেনে ওঠেন ওই নারী। বেশি ভিড় থাকায় দরজার সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। ট্রেন ছাড়ার সময় হাতে থাকা ব্যাগটি ধরে টান দেয় ছিনতাইকারী। চলন্ত ট্রেন থেকে ছিটকে লাইনের পাশে পড়ে যান মা। ট্রেনের ভেতরেই থেকে যায় তার সন্তান।
ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটি বর্তমানে টঙ্গী রেলওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। ডিবিসি