শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঙ্গুইনের গায়ে হলুদ, অবাক পশুবিশেষজ্ঞ-পরিবেশবিদরা

ডেস্ক রিপোর্ট: প্রাণিজগতের কিছু প্রজাতি আছে যাদের প্রতিটি সদস্যের চেহারাই এক। একটির থেকে আরেকটিকে কোনোভাবেই আলাদা করা সুযোগ নেই। শীতপ্রধান অঞ্চলের প্রাণী পেঙ্গুইন তেমনই একটি প্রাণী। অঞ্চলভেদে আকারের কিছুটা তফাৎ হলেও সাদা-কালো এদের ব্র্যান্ড রং। উত্তর মেরু, মাদাগাস্কার কিংবা জর্জিয়া সব অঞ্চলেই গোষ্ঠীবদ্ধ প্রাণীটির মূল চেহারা ফুটে ওঠে ওই দুই রঙেই। তবে সম্প্রতি জর্জিয়ায় এমন একটি পেঙ্গুইন চোখে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। দেশ রূপান্তর

সম্প্রতি বেলজিয়ামের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অ্যাডামের ক্যামেরায় ধরা পড়েছে দক্ষিণ জর্জিয়ার বরফাবৃত অঞ্চলে সাদা আর হলুদ রঙের প্রাণীটি। অ্যাডাম বিরল প্রাণীটির ছবি প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দক্ষিণ এশিয়ার অনেকেই মন্তব্য করেছেন, ‘প্রাণীটির বিয়ে উপলক্ষে হয়তো গায়ে হুলুদ হয়েছে’!

তবে অদ্ভুত ওই মুহূর্তকে ঈশ্বরপ্রদত্ত বলে আখ্যা দিয়েছেন বেলজিয়ামের ওই ফটোগ্রাফার। নিজেকে তিনি ভাগ্যবান বলেও দাবি করেছেন। কারণ আর ৫০ মিটার দূরে থাকলে ওই সুদর্শন পেঙ্গুইনের দর্শন মিলত না বলেই জানিয়েছেন তিনি। বলেছেন, এমন দৃশ্য তিনি তার জীবনে প্রত্যক্ষ করেননি। ওই পেঙ্গুইনের ছবির সিরিজ নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন অ্যাডাম।

অ্যাডামের তোলা ছবিতে দেখা গেছে, পরিচিত সাদা-কালো বসন ছেড়ে হলুদে মজেছে। তার গায়ের সাদা রঙের মধ্যে ভাগ বসিয়েছে কালো নয়, হলুদ রং। প্রায় দুই বছর আগে তোলা ওই ছবি হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে। অবাক হয়েছেন পশুবিশেষজ্ঞ থেকে পরিবেশবিদরাও।

২০১৯ সালে দক্ষিণ জর্জিয়ায় এক এক্সপিডিশনে গিয়েছিলেন বেলজিয়ামের ওই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। লাইন দিয়ে হেঁটে চলা সাদা-কালো পেঙ্গুইনদের ক্যামেরাবন্দি করার সময় আচমকাই তার চোখে বৈচিত্র্য ধরা দিয়েছিল। সবার থেকে আলাদা ওই প্রাণীর চালচলনও রাজকীয় ছিল বলে জানিয়েছেন অ্যাডাম।

দক্ষিণ আটলান্টিকের অন্তর্গত দক্ষিণ জর্জিয়ায় একসঙ্গে প্রায় এক লাখ ২০ হাজার কিং পেঙ্গুইন থাকে। সেই জনসংখ্যায় হলদেটে পেঙ্গুইনের সংখ্যা কত, তা অবশ্য জানা যায়নি। এ ব্যাপারে গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়