শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রামুতে ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করলেন এমপি কমল

কামাল শিশির:[২] সরওয়ার ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য বিজন বড়ুয়া।

[৩] রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ এম. আশরাফুল আজিজ সুজন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, হামিদ উল্লাহ চৌধুরী প্রমুখ।

[৪] সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রামু স্টেডিয়ামে এ একাডেমির উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও একাডেমির পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি জানান, আগামীতে ফুটবলের পাশাপাশি নব-প্রতিষ্ঠিত ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি যেন ক্রিকেট অঙ্গনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে একাডেমির কর্মকর্তাদের আন্তরিক ভাবে সচেষ্ট থাকতে হবে। ।

[৫] এমপি কমল এ একাডেমির সফলতায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। রামু স্টেডিয়ামের এক কর্ণারে ফুটবলার ও ক্রিকেটারদের ওয়াশরুম এবং অফিস করার জন্য উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নিলে সাইমুম সরওয়ার কমল এমপি সার্বিক সহযোগীতা প্রদান করবেন বলে জানান।এমপি কমল তাঁর পিতা ওসমান সরওয়ার আলম চৌধুরীর নামে ‘ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি’ প্রতিষ্ঠা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়