শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রামুতে ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করলেন এমপি কমল

কামাল শিশির:[২] সরওয়ার ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য বিজন বড়ুয়া।

[৩] রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ এম. আশরাফুল আজিজ সুজন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, হামিদ উল্লাহ চৌধুরী প্রমুখ।

[৪] সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রামু স্টেডিয়ামে এ একাডেমির উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও একাডেমির পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি জানান, আগামীতে ফুটবলের পাশাপাশি নব-প্রতিষ্ঠিত ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি যেন ক্রিকেট অঙ্গনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে একাডেমির কর্মকর্তাদের আন্তরিক ভাবে সচেষ্ট থাকতে হবে। ।

[৫] এমপি কমল এ একাডেমির সফলতায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। রামু স্টেডিয়ামের এক কর্ণারে ফুটবলার ও ক্রিকেটারদের ওয়াশরুম এবং অফিস করার জন্য উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নিলে সাইমুম সরওয়ার কমল এমপি সার্বিক সহযোগীতা প্রদান করবেন বলে জানান।এমপি কমল তাঁর পিতা ওসমান সরওয়ার আলম চৌধুরীর নামে ‘ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি’ প্রতিষ্ঠা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়