শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহামারীর এক বছরে যুক্তরাষ্ট্রকে গুণতে হয়েছে ৫ লাখের বেশি প্রাণ, ‘হৃদয়বিদারক পরিসংখ্যান’, বললেন বাইডেন

লিহান লিমা: [২] গত বছরের মার্চে মার্কিন মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি যখন ১ থেকে ২ লাখ মার্কিনির মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিলেন, আতঙ্ক ও শঙ্কা নিয়ে অবিশ্বাস্যভাবে তার কথা শুনেছিলো মার্কিনীরা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে কোভিড ১৯ এ প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ, যা বিশ্বে মোট করোনায় প্রাণহানির ২০ ভাগ। এপি,বিবিসি,গার্ডিয়ান

[৩]স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউসের প্রাঙ্গণে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা আজ হৃদয়বিদারক একটি পরিসংখ্যান দেখছি-৫ লাখ ৭১টি প্রাণ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধেও সম্মিলিতভাবে এক বছরে এতো মার্কিনি প্রাণ হারায় নি। পৃথিবীর অন্য কোনো দেশে ভাইরাসে এতো মানুষ প্রাণ হারান নি।’

[৪]এই সময় নতুন আশারও বার্তা দেন বাইডেন তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা আবারো হাসবো, এই দেশ আবারো সোনালি দিন দেখবে। আমরা আবারো আনন্দ ফিরে পাবো এবং যাদের হারিয়েছি প্রত্যেককে মনে রাখবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই মহামারী আমরা একসঙ্গে কাটিয়ে উঠবো।’

[৫]এই রাতে ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালের চার্চের ঘণ্টা ৫০০ বার বাজানো হয়। হোয়াইট হাউসে জ্বালানো হয় ৫’শ প্রদীপ। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারী ভবন এবং সামরিক প্রতিষ্ঠানগুলোতে মার্কিন জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার কোভিডে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে মার্কিন কংগ্রেসে নীরবতা পালন করা হবে।

[৬]দায়িত্ব গ্রহণের শুরুতেই মহামারী নিয়ন্ত্রণে প্রথম ১০০ দিনে ১০ কোটি মার্কিনিকে টিকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কংগ্রেসকে ১.৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ তহবিল পাশ করতে বলেছেন।

[৭]মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও মহামারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি আমেরিকানদের ২০২২ সাল পর্যন্ত মাস্ক পরে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মনে রাখতে হবে একমাসে সংক্রমণ ৬০ শতাংশ হ্রাস পেলেও হার্ড ইমিউনিটি অর্জন করার মতো টিকা মার্কিনিরা পান নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়