আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] সোমবার দুপুরে এই কার্পেটিং কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু।
[৩] এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আনিছুর রহমান, ঠিকাদার মাহবুবুর রহমান, জিয়াউল হক পুটু, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, আরিফসহ নেতৃবর্গ।
[৪] উল্লেখ্য, রুরাল রোড এন্ড মেনটেনেন্স প্রকল্পের আওতায় এলজিইডির ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত আদমদীঘি-আবাদপুকুর সড়কের রেল স্টেশন থেকে কুসুম্বী পর্যন্ত ১.১ কিলোমিটার সড়কটি পাকা কার্পেটিং কাজটি চলছে।