শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে নিহত এক

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী মাঝিড়া গ্রামীন ব্যাংক শাখার ম্যানেজার শিল্পী রানী (৪০) ঘটনা স্থলেই মৃত্যু হয়। সোমবার সকাল ৭টায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি যাত্রী নিহত শিল্পীর রানীর স্বামী কালাই গ্রামীন ব্যাংক শাখার ম্যানেজার দিপংকর বিশ্বাস (৪৫) ও সিএনজি চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালঞ্চা গ্রামের জিয়া উদ্দীন (৩৬) গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজেমিক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্শী জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের গ্রামীন ব্যাংক কর্মকর্তা দিপংকর বিশ্বাস ও তার স্ত্রী গ্রামীন ব্যাংক ম্যানেজার শিল্পী রানী ছুটি কেটে যশোর থেকে ট্রেন যোগে সান্তাহার পৌছে সিএনজি যোগে সোমবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির শিবপুর ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন স্থানে পৌছা মাত্র পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস স্বজোড়ে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিল্পী রানী নিহত হন। এ সময় নিহতের স্বামী দিপংকর বিশ্বাস ও সিএনজি চালক জিয়া উদ্দীন আহত হয়। এ দূঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, নিহতের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূঘর্টনার শিকার দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে বগুড়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের জন্য চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়