শিরোনাম
◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে নিহত এক

বগুড়া প্রতিনিধিঃ [২] বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী মাঝিড়া গ্রামীন ব্যাংক শাখার ম্যানেজার শিল্পী রানী (৪০) ঘটনা স্থলেই মৃত্যু হয়। সোমবার সকাল ৭টায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজি যাত্রী নিহত শিল্পীর রানীর স্বামী কালাই গ্রামীন ব্যাংক শাখার ম্যানেজার দিপংকর বিশ্বাস (৪৫) ও সিএনজি চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালঞ্চা গ্রামের জিয়া উদ্দীন (৩৬) গুরুত্বর আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজেমিক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্শী জানা যায়, যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের গ্রামীন ব্যাংক কর্মকর্তা দিপংকর বিশ্বাস ও তার স্ত্রী গ্রামীন ব্যাংক ম্যানেজার শিল্পী রানী ছুটি কেটে যশোর থেকে ট্রেন যোগে সান্তাহার পৌছে সিএনজি যোগে সোমবার সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির শিবপুর ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন স্থানে পৌছা মাত্র পেছন দিক থেকে ঢাকাগামী একটি বাস স্বজোড়ে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই শিল্পী রানী নিহত হন। এ সময় নিহতের স্বামী দিপংকর বিশ্বাস ও সিএনজি চালক জিয়া উদ্দীন আহত হয়। এ দূঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, নিহতের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূঘর্টনার শিকার দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে বগুড়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের জন্য চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়