শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পাইলটরা

মাহিন সরকার: [২] বাংলাদেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি (টেন ডট টেন) পাওয়ার্ড বাই ওয়ালটন’-এ চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাসুদ পাইলটের দল একমি স্ট্রাইকার্স। ফাইনালে তারা হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে।

[৩] সৈকতের কোলঘেষে দুই পাশে ঝাউবনে ঘেরা নয়নাভিরাম এই স্টেডিয়ামে কদিন মুখরিত ছিল সাবেক ক্রিকেটারদের কলরবে। খেলায় কেউ জিতেছেন আবার কেউ হেরেছেন; সবকিছু ভুলে সাবেক ক্রিকেটাররা মেতেছিলেন হাসি-আড্ডা আর খুনসুটিতে। এখন কেউ বোর্ডের বড় কর্তা, কেউ জড়িত কোচিংয়ের সঙ্গে আবার কেউ ব্যবসায়ী; সবকিছু ছাপিয়ে তারা আবার হয়ে উঠেছেন পুরোদস্তুর ক্রিকেটার।

[৪] ২২ গজের সতীর্থদের পেয়ে প্রত্যেকেই ছিলেন স্মৃতিকাতর, আনন্দে আত্মহারা। ব্যাট-বল তুলে শো-কেসে রেখে দিলেও তারা ভোলেননি মজ্জায় মিশে থাকা প্রিয় এই নেশা আর একসময়ের পেশাকে।

[৫] শনিবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাইলটরা সুজনদের হারান ৩০ রানে। এর মধ্য দিয়ে সাগর পাড়ে কিংবদন্তি ক্রিকেটারদের মিলন মেলার ইতি ঘটেছে।

[৬] ফাইনালের মঞ্চসহ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বল হাতে পুরোনো রুপে ধরা দিয়েছেন মোহাম্মদ রফিক। এ জন্য ফাইনালসহ টুর্নামেন্ট সেরার পুরষ্কার ওঠে রফিকের হাতে। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৫ রান।

[৭] ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭০ বলে ৮ উইকেটে ১০৪ রান করে পাইলটের একমি স্ট্রাইকার্স। ওপেনার এহসানুল হক ২৮ বলে ৪৪ রান করে দারুণ শুরু এনে দেন। ৯ বলে ৩ ছয়ে ২৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহমান বাবু। রফিকের ব্যাট থেকে আসে ১৩ রান।

[৮] এক্সপো রেইডার্সের শাহনিয়ান তাইম ও ফয়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন মিজানুর রহমান বাবুল।

[৯] রান তাড়ায় ৮ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি খালেদ মাহমুদ সুজনের এক্সপো রেইডার্স। সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার নাঈম আফরোজের ব্যাট থেকে। ১১ রান করে আসে সুজন ও তালহা জুবায়েরের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো দুই অঙ্কের ঘরের মুখ দেখেনি। ৩০ রানে ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় তাদের।

[১০] একমির হয়ে বোলিংয়ে একাই ৫ উইকেট নেন মোহাম্মদ রফিক। হাসিবুল হোসেন শান্তর শিকার ২ টি উইকেট।

[১১] জেমকন টাইটানস ফাইনালে না উঠলেও দলটির ব্যাটসম্যান বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ৩ ফিফটিতে ২৪৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়