শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মরিস-ম্যাক্সওয়েলদের নিয়ে তামাশায় মেতেছেন শেবাগ

স্পোর্টস ডেস্ক: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসরের পুরোপুরি ব্যর্থ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে নিয়মিত বিভিন্ন কথা ও তামাশা করেছেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর শেবাগ।

[৩] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসর আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেই আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) পক্ষে খেলেছিলেন ম্যাক্সওয়েল। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে এই অজি ক্রিকেটারকে ব্যাট হাতে একটি ম্যাচও তেমন রান পাননি, এমনকি দলের গুরুত্বপূর্ণ সময়েও একবারো জ্বলে উঠতে পারেনি। পুরো আসরে একটা ছক্কাও আসেনি তার ব্যাট থেকে।

[৪] পুরোপুরি ব্যর্থ ম্যাক্সওয়েলকে নিয়ে শেবাগকে কোটি রুপির চিয়ারলিডার বলেও অ্যাখা দিয়েছিলেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

[৫] এদিকে ব্যর্থ আসর কাটানোর পরেও এবার নিলামে ম্যাক্সওয়েলকে নিয়ে চলেছে কাড়াকাড়ি। টানটান উত্তেজনার পরে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগের আসরে ব্যাঙ্গালোরে খেলা ক্রিস মরিস আবার এবার গড়ে ফেলেছেন ইতিহাস। তাকে কিনতে রাজস্থান রয়্যালস খরচ করেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি, যা আইপিএলের নিলাম ইতিহাসে সর্বোচ্চ।

[৬] এছাড়া নিউজিল্যান্ডের নবাগত পেসার কাইল জেমিসনের দাম উঠেছে ১৫ কোটি রুপি। অস্ট্রেলিয়ার পেসার ঝাই রিচার্ডসনকে নিতে পাঞ্জাব কিংস খরচ করেছে ১৪ কোটি রুপি। ভারতের কৃষ্ণাপ্পা গৌতম এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার সুযোগ পাননি। তাকে দলে নিতে চেন্নাই সুপার কিংস খরচ করেছে ৯ কোটি ২৫ লাখ রুপি। অস্ট্রেলিয়ার রাইলি মেরেডিথেরও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। কিন্তু তাকে ৮ লাখ রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

[৭] আর ম্যাক্সওয়েলের ১৪ কোটি ২৫ লাখ রুপি দাম ওঠার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেবাগ একটি ভিডিও দিয়ে হাস্যরসাত্মকভাবে একটি পোস্ট করেন।

[৮] আর আইপিএল নিলাম শেষে মরিস, জেমিসন, রিচার্ডসন, গৌতম ও মেরেডিথের মূল্য নিয়েও সমালোচনা করে হাস্যরসাত্মক পোস্ট দিয়েছেন এই ভারতীয় কিংবদন্তি ! - ক্রিকেটফেঞ্চ

  • সর্বশেষ
  • জনপ্রিয়