রাজু চৌধুরী: ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি অটোরিক্সাসহ ০৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মোঃ আব্দুর রউফ জানান, শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ০৩:৪৫ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই মোঃ জাকির হোসেন ও এএসআই রিপন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ সদরঘাট গামী রোডস্থ চট্টগ্রাম বন্দর আবাসিক ২নং গেইটের সামনে রাস্তার উপর সিএনজিসহ অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে মাঝিরঘাট এলাকার বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং গুদাম ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ রাসেল, মোঃ ইমাম মেহেদী রবি, মোঃ জাহেদ, মোঃ মাইন উদ্দিন পারভেজ, আসাদুজ্জামান সাকিব ও মোঃ নাজিম উদ্দীন রাহুল কে তিনটি ছুরি, একটি চাপাতি ও একটি সিএনজিসহ আটক করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।