শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকৃতির বিরুদ্ধে ‘অপরিণামদর্শী ও আত্মঘাতী’ যুদ্ধে লিপ্ত হয়েছে মানুষ, সতর্ক করলেন জাতিসংঘ প্রধান

লিহান লিমা: [২] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আশঙ্কা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,‘মানবসভ্যতা প্রকৃতির বিরুদ্ধে ‘সুবুদ্ধিহীন এবং আত্মঘাতী’ যুদ্ধে লিপ্ত হয়েছে যা মানুষেরই চরম দুর্ভোগের কারণে হয়ে দাঁড়িয়েছে এবং বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি ডেকে আনাসহ পৃথিবীতে প্রাণের অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দ্য গার্ডিয়ান

[৩]‘পৃথিবী তিন জরুরী অবস্থার সম্মুখীন’ এ বিষয়ক জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশের সময় গুতেরেস এই মন্তব্য করেন। এই তিন জরুরী অবস্থা হলো-জলবায়ু পরিবর্তন, বন্যপ্রাণী ও প্রকৃতির ধ্বংস এবং বায়ু দুষণ যা কিনা প্রতি বছর লাখ লাখ অকাল মৃত্যুর জন্য দায়ী।

[৪] গুতেরেস বলেন, প্রকৃতির সঙ্গে শান্তি স্থাপন আগামী দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটিই মানবসভ্যতার জন্য সমৃদ্ধশালী ও স্থিতিশীল ভবিষ্যত নিশ্চিত করার একমাত্র উপায়।

[৫]জাতিসংঘের প্রকাশিত এই প্রতিবেদনে কিভাবে বিশ্বের ক্ষতি কাটিয়ে উঠতে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করা যায় তা দেখা দেখানো হয়। এতে বলা হয়, সমাজ এবং অর্থনীতিতে অবশ্যই নীতিগত পরিবর্তন আনতে হবে, প্রকৃতির সত্যিকারের মর্যাদা জিডিপিতে অর্ন্তভূক্ত করতে হবে। কার্বন নিঃসরণকে অবশ্যই করের আওতাভূক্ত করতে হবে ও জীবাশ্ম জ্বালানিতে লক্ষ কোটি ডলারের ভর্তুকি এবং বিপর্যয়কারী কৃষি ব্যবস্থাকে সবুজ শক্তি ও পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদনে রুপান্তর করতে হবে। প্রতিবেদনে পদ্ধডুসু পরিবর্তন এবং ধনী দেশগুলোকে সক্রিয়ভাবে কাজ করতে জোর দিয়ে বলা হয়, মাংসের মজুদ কমানো ও পানি এবং জ্বালানির ব্যবহার হ্রাস অত্যন্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়