শিরোনাম
◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল ◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী আহমদ পারভেজ: নিবন্ধন করে টিকা দিতে মাসের পর মাস ফেলে রাখলে সেটাকে ব্যর্থতা হিসেবে দেখানোর মতো লোকের অভাব হবে না

কাজী আহমদ পারভেজ: কতিপয় তথ্য কনিকা : [১] এদেশে পঞ্চান্নোর্ধ জনসংখ্যা, আড়াই কোটির মতো।

[২] চল্লিশোর্ধ, ৬ কোটির কাছাকাছি ।

[৩] আঠারোর্ধ, ১১ কোটির মতো। তার মানে আপনি যখন ১৮টা ক্যাটাগরি প্লাস পঞ্চান্নোর্ধ জনসংখ্যাকে টিকার আওতায় আনতে চাইছেন, আপনি অলরেডি ৩ কোটির বেশি লোকের লোড নিয়ে বসে আছেন। তবে হ্যাঁ, তাদের অনেকেই রিচেবল নয়। টিকা দিতেও ইচ্ছুক নন। সেক্ষেত্রে এটাকে ৫৫ থেকে নামিয়ে ৪০ এ আনা যেতেই পারে। কারণ তাতে মোট জনসংখ্যা ৬ কোটি প্লাস হলেও তাদের আনরিচেবল ও আনউইলিং অংশ বা দিলে তা ৩/৪ কোটি বা তার আশেপাশেই হবে।

কিন্তু এখন শোনা যাচ্ছে, ১৮’র ঊর্ধ্বে সবার জন্যই এখন থেকেই কোভিড ভ্যাকসিন উম্মুক্ত করে দেওয়া হবে। তা যদি হয়ই, তা ১৬+ এর জন্যই করা হোক, ১৮ কেন? আর ১৮+ যদি করাই হয়, ১১ কোটির চাপ কীভাবে সামলানো হবে, তার একটা পরিকল্পনা বা ধারণা থাকা দরকার। মনে রাখা দরকার, ১৮ থেকে ৪০ এই রেঞ্জে যে ৫ কোটির মতো মানুষ আছে তারা কিন্তু বাদবাকিদের মতো অনিচ্ছুক বা নাগালের বাইরে নয়। তাদের প্রায় ৪ কোটিই ঘোষণা মাত্র টিকা নিতে এসে যাবেন। সেক্ষেত্রে ১১ কোটির মধ্যে প্রকৃত চাপ দাঁড়াবে ৩+৪= ৭ কোটি।

এতোজনকে নিবন্ধন করে টিকা দিতে মাসের পর মাস ফেলে রাখলে সেটাকে ব্যর্থতা হিসাবে দেখানোর মতো লোকের অভাব হবে না। অথচ এই বাড়তি ৫ কোটি মানুষের খুব কমই প্রকৃত অর্থে তেমন ঝুঁকিপূর্ণ দলের অন্তর্ভুক্ত। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ভেবে চিন্তে নেয়া উচিত বলে আমার মনে হয়। কারণ কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

পুনশ্চ:আমার মনে হয়, একবারে বয়স সীমা ১৮-তে না নামিয়ে, প্রতি ২-৪ সপ্তাহ পর পর রেজিস্ট্রেশনের হার বুঝে ৫-৭ বছর করে নামানো যেতে পারে। কিতাবী ভাষায় যাকে বলে ইনক্রিমেন্টাল চেঞ্জ। একবারে নামানোটাকে বলে, ড্রাস্টিক চেঞ্জ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়