শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী আহমদ পারভেজ: নিবন্ধন করে টিকা দিতে মাসের পর মাস ফেলে রাখলে সেটাকে ব্যর্থতা হিসেবে দেখানোর মতো লোকের অভাব হবে না

কাজী আহমদ পারভেজ: কতিপয় তথ্য কনিকা : [১] এদেশে পঞ্চান্নোর্ধ জনসংখ্যা, আড়াই কোটির মতো।

[২] চল্লিশোর্ধ, ৬ কোটির কাছাকাছি ।

[৩] আঠারোর্ধ, ১১ কোটির মতো। তার মানে আপনি যখন ১৮টা ক্যাটাগরি প্লাস পঞ্চান্নোর্ধ জনসংখ্যাকে টিকার আওতায় আনতে চাইছেন, আপনি অলরেডি ৩ কোটির বেশি লোকের লোড নিয়ে বসে আছেন। তবে হ্যাঁ, তাদের অনেকেই রিচেবল নয়। টিকা দিতেও ইচ্ছুক নন। সেক্ষেত্রে এটাকে ৫৫ থেকে নামিয়ে ৪০ এ আনা যেতেই পারে। কারণ তাতে মোট জনসংখ্যা ৬ কোটি প্লাস হলেও তাদের আনরিচেবল ও আনউইলিং অংশ বা দিলে তা ৩/৪ কোটি বা তার আশেপাশেই হবে।

কিন্তু এখন শোনা যাচ্ছে, ১৮’র ঊর্ধ্বে সবার জন্যই এখন থেকেই কোভিড ভ্যাকসিন উম্মুক্ত করে দেওয়া হবে। তা যদি হয়ই, তা ১৬+ এর জন্যই করা হোক, ১৮ কেন? আর ১৮+ যদি করাই হয়, ১১ কোটির চাপ কীভাবে সামলানো হবে, তার একটা পরিকল্পনা বা ধারণা থাকা দরকার। মনে রাখা দরকার, ১৮ থেকে ৪০ এই রেঞ্জে যে ৫ কোটির মতো মানুষ আছে তারা কিন্তু বাদবাকিদের মতো অনিচ্ছুক বা নাগালের বাইরে নয়। তাদের প্রায় ৪ কোটিই ঘোষণা মাত্র টিকা নিতে এসে যাবেন। সেক্ষেত্রে ১১ কোটির মধ্যে প্রকৃত চাপ দাঁড়াবে ৩+৪= ৭ কোটি।

এতোজনকে নিবন্ধন করে টিকা দিতে মাসের পর মাস ফেলে রাখলে সেটাকে ব্যর্থতা হিসাবে দেখানোর মতো লোকের অভাব হবে না। অথচ এই বাড়তি ৫ কোটি মানুষের খুব কমই প্রকৃত অর্থে তেমন ঝুঁকিপূর্ণ দলের অন্তর্ভুক্ত। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই ভেবে চিন্তে নেয়া উচিত বলে আমার মনে হয়। কারণ কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

পুনশ্চ:আমার মনে হয়, একবারে বয়স সীমা ১৮-তে না নামিয়ে, প্রতি ২-৪ সপ্তাহ পর পর রেজিস্ট্রেশনের হার বুঝে ৫-৭ বছর করে নামানো যেতে পারে। কিতাবী ভাষায় যাকে বলে ইনক্রিমেন্টাল চেঞ্জ। একবারে নামানোটাকে বলে, ড্রাস্টিক চেঞ্জ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়